ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মেসিকে নিয়ে ৩৪টি উক্তি, বার্সা ভক্তরা অবশ্যই পড়বেন

আকাশ স্পোর্টস ডেস্ক:

১. আমি কখনোই মেসির মত কাউকে দেখিনি। সে ইশ্বরের অলৌকিক ক্ষমতা। সে যখন মাঠে তার কাজ গুলো করে সেটা আমি পছন্দ করি। এটা ইর্ষা নয়। তখন আমি আনন্দিত হই- আদ্রা তুরান

২. একদা তারা আমাকে বলত, আমাকে থামাতে হলে বন্দুকের প্রয়োজন। কিন্তু আজ আমি বলছি, মেসিকে থামাতে হলে মেশিনগান প্রয়োজন- হিরস্টো স্টোইচকোভ।

৩. এটা পরিষ্কার যে মেসি সবার উপরে অন্য লেভেলের। যে এটা দেখেনা সে অন্ধ- জাভি

৪. আমার জন্য মেসির খেলা দেখা একটি আনন্দের। এটি প্রচণ্ড উত্তেজনা থাকার মত একটি অবিশ্বাস্য আনন্দ- লুইস ফিগো

৫. এই বার্সা মেসিকে মনে রাখবে মেসির বার্সা হিসেবে। সে সব কিছু এত সহজে করত যা আমি আগে কখনোই দেখিনি। সে এলিয়েন- পুয়োল

৬. কোন সন্দেহ ছাড়াই মেসি বিশ্বসেরা এবং আমার কাছে সে ইতিহাসের সেরা- এনরিকে।

৭. মেসি হল ইশ্বর। একজন ব্যক্তি হিসেবে এবং একজন খেলোয়ার হিসেবে। আমি তাকে ছোট থেকেই জানি এবং আমি তাকে বড় হতে দেখেছি- স্যামুয়েল এতো।

৮. যদিও তিনি মানুষের মতো নাও হতে পারেন,ত বে এটা ভালো যে মেসি এখনও ভাবছেন যে তিনি আছেন- ম্যাশ্চেরানো

৯. তারা বলে যে সব মানুষই ইশ্বরের চোখে সমান। এই খেলোয়ারটি আপনাকে সেই শব্দগুলো ভাবাতে শুরু করাবে- রয় হডসন

১০. নিউটন ও আইনস্টাইনের অটিজম একটি নির্দিষ্ট মাত্রা ছিল – আমি আশা করি যে, তাদের মতো, মেসি প্রতিদিনই নিজেদেরকে অতিক্রম করে চলেছে এবং আমাদেরকে তাদের সুন্দর ব্র্যান্ডের ফুটবল দিতে যাচ্ছে- রোমারিও

১১. লিওর সাথে জীবন অন্যরকম রঙের, সুন্দর- বার্তামেউ।

১২. জীবনে গুরুত্বপূর্ন তিন-চারটি জিনিস প্রয়োজন। বই, বন্ধু, নারী এবং মেসি- অ্যান্তনিও লুবু অ্যান্টোনিস

১৩. মেসির মত আর কাউকে পাবেনা বার্সা- সান্দ্রো রোসেল।

১৪. মেসির খেলা দেখা অনেকটাই ভিডিও গেমের মত। মেসি ফুটবল মাঠে যা করে তা অচিন্তনিয়। সে এদিক সেদিক হাটাহাটি করে আর সুযোগ পেলেই ম্যাজিক তৈরি করে- ভিক্টোরিয়া আজারেঙ্কা।

১৫. তিনি একটি অসঙ্গতি। বাকিটা অপেক্ষা করতে হবে যতক্ষন না সে কিছুটা নিচে পড়ে যায়- এডার ডেভিস

১৬. সে সবসময় সামনে দিকে এগিয়ে চলে। বল পায়ে সে ব্যাক কিংবা সাইডে পাস করে না। তার শুধু একটাই চিন্তা সামনে এগিয়ে চলো গোল করো। তাই একজন ফুটবল ভক্ত হিসেবে তার শো উপভোগ করো- জিদান

১৭. আমি মালদিনি, ম্যারাডোনা ক্রুইফের বিপক্ষে খেলেছি। আমি জর্জ বেষ্টের সাথে খেলেছি। আমি অনেক বড় বড় তারকার পক্ষে বিপক্ষে খেলেছি। কিন্তু তাদের কেউই এত কিছু করতে পারেনি যা মেসি করেছে। দুই বছর আগে আমি বলেছি আমি ম্যারাডোনার বিপক্ষে খেলেছি যে ছিল সেরা। কিন্তু এখন বলছি, আমি মেসির মত এত ভালো খেলোয়ার আর দেখিনি- গ্যারি আরমস্ট্রং।

১৮. এতে কোন সন্দেহ নাই যে সে অন্য গ্রহের- ম্যাক্সি রোদ্রিগেজ।

১৯. কে বিশ্বসেরা খেলোয়ার? লিও মেসি। কে ইতিহাসের সেরা খেলোয়ার? লিও মেসি- আর্সেন ওয়েঙ্গার।

২০. আমি সেই খেলোয়ারকে দেখেছি যে আর্জেন্টিনায় আমার জায়গা দখল করেছে। সে হল মেসি এবং সে সেরা- ম্যারাডোনা।

২১. আমি মেসিকে পছন্দ করি। সে অসাধারন খেলোয়ার- পেলে।

২২. মেসি নাকি রোনালদো কে সেরা খেলোয়ার? দুনিয়াতে রোনালদো সেরা। মেসি অন্য গ্রহের- তুরান

২৩. মেসির ডান পায়েরে প্রয়োজন হয়না। সে শুধু বাম পায়েই বিশ্ব সেরা। একবার ভাবুন, সে যদি ডান পাও ব্যবহার করত তাহলে আমরাই সমস্যায় পড়ে যেতাম- ইব্রাহিমোবিচ।

২৪. আমি রোনালদো, রিভালদোর সাথে খেলেছি। তবে আমার দেখা মেসিই সেরা- আলভার্ট ফেরার।

২৫. এটা ভাবতেই ভালো লাগে আমি তার সময়ের। আমার বিশ্বাস, সেই ইতিহাসের সেরা ফুটবলার- পিকে।

২৬. কে সেরা? মেসি নাকি রোনালদো? রোনালদো গুড তবে মেসি দশ গুন ভালো- ক্লাস জান-হান্টেলার।

২৭. মেসি পরিষ্কার ভাবেই ইতিহাসের সেরা খেলোয়ার- জন টেরি

২৮. মেসি ম্যারাডোনার থেকেও সেরা- টোস্টো

২৯. আমি ম্যারাডোনার অনেক বড় ভক্ত। তবে আমি মেসির মত কাউকে দেখিনি- রয় কেনে।

৩০. সে বিশ্বসেরা। সে যখন ফুটবল খেলে তখন অনেক সহজ মনে হয়- বাক্রে সাগনা।

৩১. রোনালদোর জীবনে একমাত্র খারাপ জিনিস হল মেসি। যদি মেসি না থাকত তাহলে রোনালদোই হত বিশ্বসেরা- স্কলারি।

৩২. আমি বিশ্বাস করিনা, মেসর মত এরকম করে অন্য কেউ ফুটবল খেলতে পারবে- মাইকেল ওয়েন।

৩৩. মেসি হল একটি প্রতিভা। সে সবকিছু। আমি যখন তাকে দেখি তখন আমার ম্যারাডোনার কথা মনেহয়- ফ্রাঞ্জ বেকেনবাউয়ের।

৩৪. তাকে নিয়ে লিখো না। তাকে বর্ননা করার চেষ্টা করো না। শুধু দেখে যাও- গার্দিওলা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসিকে নিয়ে ৩৪টি উক্তি, বার্সা ভক্তরা অবশ্যই পড়বেন

আপডেট সময় ০৯:০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

১. আমি কখনোই মেসির মত কাউকে দেখিনি। সে ইশ্বরের অলৌকিক ক্ষমতা। সে যখন মাঠে তার কাজ গুলো করে সেটা আমি পছন্দ করি। এটা ইর্ষা নয়। তখন আমি আনন্দিত হই- আদ্রা তুরান

২. একদা তারা আমাকে বলত, আমাকে থামাতে হলে বন্দুকের প্রয়োজন। কিন্তু আজ আমি বলছি, মেসিকে থামাতে হলে মেশিনগান প্রয়োজন- হিরস্টো স্টোইচকোভ।

৩. এটা পরিষ্কার যে মেসি সবার উপরে অন্য লেভেলের। যে এটা দেখেনা সে অন্ধ- জাভি

৪. আমার জন্য মেসির খেলা দেখা একটি আনন্দের। এটি প্রচণ্ড উত্তেজনা থাকার মত একটি অবিশ্বাস্য আনন্দ- লুইস ফিগো

৫. এই বার্সা মেসিকে মনে রাখবে মেসির বার্সা হিসেবে। সে সব কিছু এত সহজে করত যা আমি আগে কখনোই দেখিনি। সে এলিয়েন- পুয়োল

৬. কোন সন্দেহ ছাড়াই মেসি বিশ্বসেরা এবং আমার কাছে সে ইতিহাসের সেরা- এনরিকে।

৭. মেসি হল ইশ্বর। একজন ব্যক্তি হিসেবে এবং একজন খেলোয়ার হিসেবে। আমি তাকে ছোট থেকেই জানি এবং আমি তাকে বড় হতে দেখেছি- স্যামুয়েল এতো।

৮. যদিও তিনি মানুষের মতো নাও হতে পারেন,ত বে এটা ভালো যে মেসি এখনও ভাবছেন যে তিনি আছেন- ম্যাশ্চেরানো

৯. তারা বলে যে সব মানুষই ইশ্বরের চোখে সমান। এই খেলোয়ারটি আপনাকে সেই শব্দগুলো ভাবাতে শুরু করাবে- রয় হডসন

১০. নিউটন ও আইনস্টাইনের অটিজম একটি নির্দিষ্ট মাত্রা ছিল – আমি আশা করি যে, তাদের মতো, মেসি প্রতিদিনই নিজেদেরকে অতিক্রম করে চলেছে এবং আমাদেরকে তাদের সুন্দর ব্র্যান্ডের ফুটবল দিতে যাচ্ছে- রোমারিও

১১. লিওর সাথে জীবন অন্যরকম রঙের, সুন্দর- বার্তামেউ।

১২. জীবনে গুরুত্বপূর্ন তিন-চারটি জিনিস প্রয়োজন। বই, বন্ধু, নারী এবং মেসি- অ্যান্তনিও লুবু অ্যান্টোনিস

১৩. মেসির মত আর কাউকে পাবেনা বার্সা- সান্দ্রো রোসেল।

১৪. মেসির খেলা দেখা অনেকটাই ভিডিও গেমের মত। মেসি ফুটবল মাঠে যা করে তা অচিন্তনিয়। সে এদিক সেদিক হাটাহাটি করে আর সুযোগ পেলেই ম্যাজিক তৈরি করে- ভিক্টোরিয়া আজারেঙ্কা।

১৫. তিনি একটি অসঙ্গতি। বাকিটা অপেক্ষা করতে হবে যতক্ষন না সে কিছুটা নিচে পড়ে যায়- এডার ডেভিস

১৬. সে সবসময় সামনে দিকে এগিয়ে চলে। বল পায়ে সে ব্যাক কিংবা সাইডে পাস করে না। তার শুধু একটাই চিন্তা সামনে এগিয়ে চলো গোল করো। তাই একজন ফুটবল ভক্ত হিসেবে তার শো উপভোগ করো- জিদান

১৭. আমি মালদিনি, ম্যারাডোনা ক্রুইফের বিপক্ষে খেলেছি। আমি জর্জ বেষ্টের সাথে খেলেছি। আমি অনেক বড় বড় তারকার পক্ষে বিপক্ষে খেলেছি। কিন্তু তাদের কেউই এত কিছু করতে পারেনি যা মেসি করেছে। দুই বছর আগে আমি বলেছি আমি ম্যারাডোনার বিপক্ষে খেলেছি যে ছিল সেরা। কিন্তু এখন বলছি, আমি মেসির মত এত ভালো খেলোয়ার আর দেখিনি- গ্যারি আরমস্ট্রং।

১৮. এতে কোন সন্দেহ নাই যে সে অন্য গ্রহের- ম্যাক্সি রোদ্রিগেজ।

১৯. কে বিশ্বসেরা খেলোয়ার? লিও মেসি। কে ইতিহাসের সেরা খেলোয়ার? লিও মেসি- আর্সেন ওয়েঙ্গার।

২০. আমি সেই খেলোয়ারকে দেখেছি যে আর্জেন্টিনায় আমার জায়গা দখল করেছে। সে হল মেসি এবং সে সেরা- ম্যারাডোনা।

২১. আমি মেসিকে পছন্দ করি। সে অসাধারন খেলোয়ার- পেলে।

২২. মেসি নাকি রোনালদো কে সেরা খেলোয়ার? দুনিয়াতে রোনালদো সেরা। মেসি অন্য গ্রহের- তুরান

২৩. মেসির ডান পায়েরে প্রয়োজন হয়না। সে শুধু বাম পায়েই বিশ্ব সেরা। একবার ভাবুন, সে যদি ডান পাও ব্যবহার করত তাহলে আমরাই সমস্যায় পড়ে যেতাম- ইব্রাহিমোবিচ।

২৪. আমি রোনালদো, রিভালদোর সাথে খেলেছি। তবে আমার দেখা মেসিই সেরা- আলভার্ট ফেরার।

২৫. এটা ভাবতেই ভালো লাগে আমি তার সময়ের। আমার বিশ্বাস, সেই ইতিহাসের সেরা ফুটবলার- পিকে।

২৬. কে সেরা? মেসি নাকি রোনালদো? রোনালদো গুড তবে মেসি দশ গুন ভালো- ক্লাস জান-হান্টেলার।

২৭. মেসি পরিষ্কার ভাবেই ইতিহাসের সেরা খেলোয়ার- জন টেরি

২৮. মেসি ম্যারাডোনার থেকেও সেরা- টোস্টো

২৯. আমি ম্যারাডোনার অনেক বড় ভক্ত। তবে আমি মেসির মত কাউকে দেখিনি- রয় কেনে।

৩০. সে বিশ্বসেরা। সে যখন ফুটবল খেলে তখন অনেক সহজ মনে হয়- বাক্রে সাগনা।

৩১. রোনালদোর জীবনে একমাত্র খারাপ জিনিস হল মেসি। যদি মেসি না থাকত তাহলে রোনালদোই হত বিশ্বসেরা- স্কলারি।

৩২. আমি বিশ্বাস করিনা, মেসর মত এরকম করে অন্য কেউ ফুটবল খেলতে পারবে- মাইকেল ওয়েন।

৩৩. মেসি হল একটি প্রতিভা। সে সবকিছু। আমি যখন তাকে দেখি তখন আমার ম্যারাডোনার কথা মনেহয়- ফ্রাঞ্জ বেকেনবাউয়ের।

৩৪. তাকে নিয়ে লিখো না। তাকে বর্ননা করার চেষ্টা করো না। শুধু দেখে যাও- গার্দিওলা।