আকাশ স্পোর্টস ডেস্ক:
আজ নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের ২য় ম্যাচে নিউজিল্যান্ডকে ৭৩ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়ে ৫ ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরলো ইংল্যান্ড। মাউন্ট মাউনগানুইে টসে হেরে ব্যাট করতে নামে স্বাগতিক নিউজিল্যান্ড। ৪টি রান আউট এবং বেন স্টোক, মঈন আলী ও ওকসের বোলিং তোপে পড়ে মাত্র ১৪৭ রানে ৮ উইকেট পতনের পরও সানটার দৃঢ়তায় ২২৩ রান করে নিউজিল্যান্ড। গাপটিল ৫০ ও সানটার ৬৩ রান করেন। বেন স্টোক, মঈন আলী ও ওকস ২টি করে উইকেট শিকার করেন, ৪টি রান আউট হয়।
২২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মরগ্যান ৬২, স্টোকস ৬৩, বাটলার ৩৬ ও বেয়ারিস্টের ৩৭ রানের সুবাদে ৩৭.৫ ওভারেই ৪ উইকেট ২২৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ৬৩ রানের অপরাজিত ইনিংস এবং বল হাতে ২ উইকেট শিকার করে ম্যাচসেরা হন বেন স্টোকস। এ জয়ের ফলে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ ১-১ সমতায় ফিরলো ইংল্যান্ড।
আকাশ নিউজ ডেস্ক 

























