আকাশ বিনোদন ডেস্ক:
ঢাকাই ছবির দর্শকপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। দুটি ছবির শুটিং নিয়ে কলকাতায় অবস্থান করছেন তিনি। ক্যারিয়ারের দারুণ একটি সময় পার করছেন এখন। হতে রয়েছেন পাঁচটি ছবি। প্রতিটি ছবিই দারুণ সব গল্প নিয়ে নির্মিত হচ্ছে। এর মধ্যে ভারতের বিখ্যাত নির্মাতা অরিন্দম শীলের ছবিও রয়েছে। নাম ‘বালিঘর’।
অন্যদিকে রয়েছে বাংলাদেশের আরেক বরেণ্য নায়ক আলমগীরের নির্মিত ছবি ‘একটি সিনেমার গল্প’তেও রয়েছেন তিনি। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপশি জাহিদ রেজোয়ানের‘মৃত্যুপুরি’ কলকাতার নির্মাতা রঞ্জন ঘোষের ‘আহা রে’ এবং শিহাব শাহিনের ‘মনফড়িং’ নামের একটি ছবির শুটিংও শুরু করার কথা রয়েছে।
প্রতিটি ছবিতেই ভিন্ন ভিন্ন শুভকে দেখতে পাবেন দর্শক। পাঁচটি ছবি নিয়েই বেশ আশাবাদী শুভ। তিনি বলেন,‘ অরিন্দম শীলের ছবিতে অভিনয় করছি এছাড়াও আলমগীর স্যারের ছবি মুক্তির অপেক্ষায় আছে। আরও যে কয়টি ছবি রয়েছে সবগুলোইতেই আলাদা এক শুভকে পাবেন দর্শক।
আমার অভিনীত ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন ছবি বাঁছাইয়ের দিকে আমার কতটা মনোযোগ ছিল। বাছাই করছি বলেই ভালো ভালো নির্র্মাতাদের সঙ্গে ভালো ভালো কাজ করার সুযোগ পাচ্ছি। আশা করি প্রত্যেকটি ছবিই দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে।’
আকাশ নিউজ ডেস্ক 

























