অাকাশ জাতীয় ডেস্ক:
বেগম জিয়ার কারাবাস দীর্ঘস্থায়ী হবে কিনা এটা আদালতের বিষয়, এখানে সরকারের কোন হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময়, জনগণকে বিভ্রান্ত না করে আদালতের ওপর আস্থা রাখতে বিএনপির প্রতি আহবান জানান হাছান মাহমুদ।
এ সময় তিনি আরোও বলেন, ‘খালেদা জিয়া আদালতের রায়ে শাস্তি ভোগ করছেন। এর পেছনে সরকারের কোন হাত নেই। এই মামলা দায়ের করেছে দুদক। এবং এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। দুদক সরকারের অধীনস্ত কোন প্রতিষ্ঠান নয়। দুদক এবং নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান।’
এছাড়া হাসান মাহমুদ বলেন, ‘এই মামলা দায়ের হয়েছিল যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল। এই তত্বয়াবধায়ক সরকারের নেতৃবৃন্দ ছিলেন খালেদা জিয়ার পছন্দের মানুষ। তারা খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। এই মামলার সময় খালেদা জিয়া ১৬৪ বার সময় নিয়েছেন। যেটা আসামি হাজির থাকার পরেও এই সময় নেয়া বাংলাদেশের ক্ষেত্রে রেকর্ড। খালেদা জিয়াকে কারাগারে যে সুযোগ সুবিধা দেয়া হচ্ছে তা বাংলাদেশের ইতিহাসে অন্য কোন কারাবন্দীকে দেয়া হয়নি।’
আকাশ নিউজ ডেস্ক 




















