ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাদের জনসমর্থনের জোয়ার দেখে,ভয় পেয়ে একটি বড় দল আতঙ্ক ছড়াচ্ছে: নাহিদ ইন্দোনেশিয়ায় পাহাড় ধসে নিহত ৭, নিখোঁজ ৮২ তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা,এটাকে হাইপার প্রোপাগান্ডা বলে : রিজভী আমরা কথা দিচ্ছি, জীবন যাবে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না: জামায়াত আমির ‘যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন, তারা বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন’:হাসনাত চট্টগ্রামের স্বপ্ন ভেঙে ফের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স অভিবাসন নীতি মেনে চলতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জাতিসংঘের দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান ‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে’:রেজাউল করিম ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন ধানের শীষে

স্লোগান ও ভাষণে কোনো উস্কানিমূলক বক্তব্য নয়: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

ওবায়দুল কাদের উস্কানি দিচ্ছেন, বিএনটির পক্ষ থেকে এমন অভিযোগের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার দলের নেতাদেরকে উস্কানিমূলক বক্তব্য না দেয়ার নির্দেশ দিয়েছেন।

কাদের বলেন, ‘উস্কানিমুলক কোন বক্তব্য দেবেন না। সারা দেশের নেতাকর্মীরা দায়িত্বশীল হবে এটাই আমরা আশা করি।’

রবিবার বিকালে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কর্মিসভায় বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগ নেতা।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, ‘স্লোগান দেওয়ার সময় উস্কানিমুলক স্লোগান দেবেন না, ভাষণ দেওয়ার সময় অশান্তির ভাষণ দেবেন না।’

‘দায়িত্বশীল কথা বলবেন, লাগামহীন কথা বলবেন না। ঠান্ডা মাথায় ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা কাউকে আক্রমণ করবো না, আক্রান্ত হলে পাল্টা জবাব দেব। আমরা আক্রমণ করব না।’

গত ৮ ফেব্রুয়ারি ‍জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের পর দলটির নমনীয় কর্মসূচি নিয়ে কটাক্ষ করে একাধিক বক্তব্য দিয়েছেন ওবায়দুল কাদের। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, কাদের তাদেরকে উস্কানি দিচ্ছেন। তবে তারা শান্তিপূর্ণ কর্মসূচিই চালিয়ে যাবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বেগম জিয়া গ্রেপ্তারের পর, তার দণ্ডপ্রাপ্তির পর বিএনপির কর্মসুচির পর আমরারা কোন কর্মসুচি দেইনি। পাল্টাপাল্টিতে আমরা নেই।’

‘আমরা আমাদের কর্মসুচি পালন করব। অন্যকে আমাদের উস্কানি দেওয়ার প্রয়োজন নেই।’

দেশে বিদেশে আওয়ামী লীগ সরকারকে হটানোর ষড়যন্ত্র চলছে জানিয়ে দলের নেতা-কর্মীদেরকে সতর্ক থাকারও নির্দেশ দেন ওবায়দুল কাদের। বলেন, ‘কোথায় কোথায় এইসব চক্রান্তের বৈঠক চলছে আমরা জানি, পর্যবেক্ষণ করছি খোঁজখবর আমাদের কাছে আছে।’

‘আপনাদের ঐক্যর মধ্যে ফাটল ধরানোর জন্য চক্রান্ত চলছে, চক্রান্তের ফাঁদে কেউ পা দেবেন না। আপনারা ঠান্ডা মাথায় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধের শপথে সামনে এগিয়ে যাবেন।’

কাদের বলেন, ‘আমরা বিজয়ী হব, এটা যখন প্রতিপক্ষ বুঝতে পেরেছে ঠিক তখনই তারা চক্রান্তের চোরাগলি বেছে নিয়েছে। এই চক্রান্তের চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে।’

বিএনপির জনসমর্থন নেই দাবি করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘বেগম জিয়া দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর বিএনপি ভেবেছিল রাজপথে লক্ষ লক্ষ জনতার ঢল নামবে। এখন তারা বুঝতে পেরেছে সেই আশা ঘুরেবালি। জনগণ সাড়া দিচ্ছে না।’

‘আমাদের বিশ্বাস, মানুষ এখন নির্বাচনমুখী, আন্দোলন চায় না, কাজেই আন্দোলনের ডাক দিয়ে তারা সফল হবে না।’

পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে লেগেই আছে জানিয়ে কাদের বলেন, ‘আমাদের দেশে কোন নেত্রীর কারাদণ্ড হয়, পাকিস্তানের পার্লামেন্ট সেটা নিয়ে কটাক্ষ করতে দুঃসাহস পায়। লেগেই আছে এরা, পাকিস্তানের বন্ধুরা, এরা আমাদের ভালো চায় না।’

সংসদ সদস্য এ কে এম রহমত উল্লার সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাদের জনসমর্থনের জোয়ার দেখে,ভয় পেয়ে একটি বড় দল আতঙ্ক ছড়াচ্ছে: নাহিদ

স্লোগান ও ভাষণে কোনো উস্কানিমূলক বক্তব্য নয়: কাদের

আপডেট সময় ০৬:০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

ওবায়দুল কাদের উস্কানি দিচ্ছেন, বিএনটির পক্ষ থেকে এমন অভিযোগের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার দলের নেতাদেরকে উস্কানিমূলক বক্তব্য না দেয়ার নির্দেশ দিয়েছেন।

কাদের বলেন, ‘উস্কানিমুলক কোন বক্তব্য দেবেন না। সারা দেশের নেতাকর্মীরা দায়িত্বশীল হবে এটাই আমরা আশা করি।’

রবিবার বিকালে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কর্মিসভায় বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগ নেতা।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, ‘স্লোগান দেওয়ার সময় উস্কানিমুলক স্লোগান দেবেন না, ভাষণ দেওয়ার সময় অশান্তির ভাষণ দেবেন না।’

‘দায়িত্বশীল কথা বলবেন, লাগামহীন কথা বলবেন না। ঠান্ডা মাথায় ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা কাউকে আক্রমণ করবো না, আক্রান্ত হলে পাল্টা জবাব দেব। আমরা আক্রমণ করব না।’

গত ৮ ফেব্রুয়ারি ‍জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের পর দলটির নমনীয় কর্মসূচি নিয়ে কটাক্ষ করে একাধিক বক্তব্য দিয়েছেন ওবায়দুল কাদের। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, কাদের তাদেরকে উস্কানি দিচ্ছেন। তবে তারা শান্তিপূর্ণ কর্মসূচিই চালিয়ে যাবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বেগম জিয়া গ্রেপ্তারের পর, তার দণ্ডপ্রাপ্তির পর বিএনপির কর্মসুচির পর আমরারা কোন কর্মসুচি দেইনি। পাল্টাপাল্টিতে আমরা নেই।’

‘আমরা আমাদের কর্মসুচি পালন করব। অন্যকে আমাদের উস্কানি দেওয়ার প্রয়োজন নেই।’

দেশে বিদেশে আওয়ামী লীগ সরকারকে হটানোর ষড়যন্ত্র চলছে জানিয়ে দলের নেতা-কর্মীদেরকে সতর্ক থাকারও নির্দেশ দেন ওবায়দুল কাদের। বলেন, ‘কোথায় কোথায় এইসব চক্রান্তের বৈঠক চলছে আমরা জানি, পর্যবেক্ষণ করছি খোঁজখবর আমাদের কাছে আছে।’

‘আপনাদের ঐক্যর মধ্যে ফাটল ধরানোর জন্য চক্রান্ত চলছে, চক্রান্তের ফাঁদে কেউ পা দেবেন না। আপনারা ঠান্ডা মাথায় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধের শপথে সামনে এগিয়ে যাবেন।’

কাদের বলেন, ‘আমরা বিজয়ী হব, এটা যখন প্রতিপক্ষ বুঝতে পেরেছে ঠিক তখনই তারা চক্রান্তের চোরাগলি বেছে নিয়েছে। এই চক্রান্তের চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে।’

বিএনপির জনসমর্থন নেই দাবি করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘বেগম জিয়া দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর বিএনপি ভেবেছিল রাজপথে লক্ষ লক্ষ জনতার ঢল নামবে। এখন তারা বুঝতে পেরেছে সেই আশা ঘুরেবালি। জনগণ সাড়া দিচ্ছে না।’

‘আমাদের বিশ্বাস, মানুষ এখন নির্বাচনমুখী, আন্দোলন চায় না, কাজেই আন্দোলনের ডাক দিয়ে তারা সফল হবে না।’

পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে লেগেই আছে জানিয়ে কাদের বলেন, ‘আমাদের দেশে কোন নেত্রীর কারাদণ্ড হয়, পাকিস্তানের পার্লামেন্ট সেটা নিয়ে কটাক্ষ করতে দুঃসাহস পায়। লেগেই আছে এরা, পাকিস্তানের বন্ধুরা, এরা আমাদের ভালো চায় না।’

সংসদ সদস্য এ কে এম রহমত উল্লার সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।