অাকাশ জাতীয় ডেস্ক:
পুরান ঢাকার লালবাগে একটি ভবনের দেয়াল ধসে রাস্তায় পড়ে দুইজন আহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে লালবাগের হরণাথ ঘোষ সড়কে রয়েল হোটেলের কাছে এ ঘটনা ঘটে।
দেয়ালের একাংশ ধসে রাস্তার উপরে একটি ট্যাক্সিক্যাব ও রিকশার উপর পড়ে বলে পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. কামাল হোসেন জানান।
তিনি বলেন, এতে ট্যাক্সিচালক ও রিকশাওয়ালা আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কাজী বাবলু নামের ওই এলাকার এক বাসিন্দা জানান, পুরান দুই তলা ভবনটি বেশ কিছু দিন ভাঙা হচ্ছিল। রাস্তার পাশের দেয়ালে এখনও হাত দেওয়া হয়নি।
“রাতে আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ ধপাস শব্দ শুনে তাকিয়ে দেখি, দেয়াল ধসে রাস্তার উপরে পড়েছে, ইট-সুরকির নিচে পড়েছে একটি ট্যাক্সিক্যাব ও একটি রিকশা। সবাই দৌড়ে এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।”
খবর শুনে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন।ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকা পড়েনি বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























