ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

চার বন্ধুর জোরে বেঁচে গেল পাকিস্তান

রাশিয়া, চীন, সৌদি আরব ও তুরস্ক- এ চার বন্ধুর জোরে সন্ত্রাসে আর্থিক মদদদাতা তকমা থেকে আপাতত বেঁচে গেল পাকিস্তান। ফ্রান্সের রাজধানী প্যারিসে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) বৈঠকে যুক্তরাষ্ট্র আপ্রাণ চেষ্টা চালিয়েছিল, যাতে সন্ত্রাসের মদদদাতা রাষ্ট্র হিসেবে পাকিস্তানের নাম নজরদারির তালিকায় তোলা যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে এ সংক্রান্ত তথ্যপ্রমাণ অনেকটাই সাজিয়ে দিয়েছিল ভারত।

শেষ পর্যন্ত বুধবার চীন ও রাশিয়ার নেতৃত্বে তাদের বন্ধু দেশগুলো বেঁকে বসায় এ যাত্রায় তিন মাসের জন্য বেঁচে গেল পাকিস্তান। বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিনেও তাদের পাকিস্তানবিরোধী এজেন্ডা বাস্তবায়নে জোর চেষ্টা চালিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু সফল হয়নি। পাকিস্তান দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের শুক্রবারের সংস্করণের খবরে এ তথ্য জানানো হয়।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, এফএটিএফের সদস্যদের মধ্যে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, বিশ্বব্যাংক, জাতিসংঘ, ইউরোপীয় কমিশনের শীর্ষ প্রতিষ্ঠানগুলো ছিল। ফলে তালিকায় নাম উঠলে এ সংস্থাগুলো মুখ ফিরিয়ে নেবে, এমন একটা আশঙ্কা পাকিস্তানের ছিলই।

শেষ পর্যন্ত গোটা ঘটনাপ্রবাহকে নিজেদের ‘জয়’ হিসেবেই দেখাচ্ছে ইসলামাবাদ। কিন্তু দিল্লিও বিষয়টিকে ব্যর্থতা হিসেবে ভাবতে রাজি নয়। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, পাক আর্থিক মদদপুষ্ট সন্ত্রাস বন্ধ করতে গত এক বছরের সুপরিকল্পিত চেষ্টার পর অনেকটাই এগোনো গেছে। প্যারিসে পাকিস্তানকে নজরদারির তালিকায় তোলার সুযোগ ছিল ঠিকই। কিন্তু এমন চেষ্টায় সাফল্যও সচরাচর খুব চটজলদি আসে না। পাকিস্তানকে তিন মাস সময় দেয়া হয়েছে মাত্র।

এর মধ্যে ইসলামাবাদকে তথ্যপ্রমাণসহ প্যারিসের নজরদারি গোষ্ঠীকে আশ্বস্ত করতে হবে যে, তারা সন্ত্রাসে টাকা জোগাচ্ছে না। ‘কাজ করে দেখানোর’ চাপ থাকবে পাকিস্তানের ওপরে।

দিল্লির কর্মকর্তারা মনে করিয়ে দিচ্ছেন যে, প্যারিস সম্মেলনের ঠিক আগেই আন্তর্জাতিক চাপের মুখে লস্কর প্রধান হাফিজ সাইদকে জঙ্গি হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়েছে পাকিস্তান। চীন-রাশিয়া অক্ষ হয়তো মাঝেমধ্যে ভোগাবে। কিন্তু পাকিস্তান কিছুটা সংযত হলে সবশেষে সেটাও দিল্লির লাভ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার বন্ধুর জোরে বেঁচে গেল পাকিস্তান

আপডেট সময় ১১:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮

রাশিয়া, চীন, সৌদি আরব ও তুরস্ক- এ চার বন্ধুর জোরে সন্ত্রাসে আর্থিক মদদদাতা তকমা থেকে আপাতত বেঁচে গেল পাকিস্তান। ফ্রান্সের রাজধানী প্যারিসে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) বৈঠকে যুক্তরাষ্ট্র আপ্রাণ চেষ্টা চালিয়েছিল, যাতে সন্ত্রাসের মদদদাতা রাষ্ট্র হিসেবে পাকিস্তানের নাম নজরদারির তালিকায় তোলা যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে এ সংক্রান্ত তথ্যপ্রমাণ অনেকটাই সাজিয়ে দিয়েছিল ভারত।

শেষ পর্যন্ত বুধবার চীন ও রাশিয়ার নেতৃত্বে তাদের বন্ধু দেশগুলো বেঁকে বসায় এ যাত্রায় তিন মাসের জন্য বেঁচে গেল পাকিস্তান। বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিনেও তাদের পাকিস্তানবিরোধী এজেন্ডা বাস্তবায়নে জোর চেষ্টা চালিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু সফল হয়নি। পাকিস্তান দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের শুক্রবারের সংস্করণের খবরে এ তথ্য জানানো হয়।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, এফএটিএফের সদস্যদের মধ্যে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, বিশ্বব্যাংক, জাতিসংঘ, ইউরোপীয় কমিশনের শীর্ষ প্রতিষ্ঠানগুলো ছিল। ফলে তালিকায় নাম উঠলে এ সংস্থাগুলো মুখ ফিরিয়ে নেবে, এমন একটা আশঙ্কা পাকিস্তানের ছিলই।

শেষ পর্যন্ত গোটা ঘটনাপ্রবাহকে নিজেদের ‘জয়’ হিসেবেই দেখাচ্ছে ইসলামাবাদ। কিন্তু দিল্লিও বিষয়টিকে ব্যর্থতা হিসেবে ভাবতে রাজি নয়। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, পাক আর্থিক মদদপুষ্ট সন্ত্রাস বন্ধ করতে গত এক বছরের সুপরিকল্পিত চেষ্টার পর অনেকটাই এগোনো গেছে। প্যারিসে পাকিস্তানকে নজরদারির তালিকায় তোলার সুযোগ ছিল ঠিকই। কিন্তু এমন চেষ্টায় সাফল্যও সচরাচর খুব চটজলদি আসে না। পাকিস্তানকে তিন মাস সময় দেয়া হয়েছে মাত্র।

এর মধ্যে ইসলামাবাদকে তথ্যপ্রমাণসহ প্যারিসের নজরদারি গোষ্ঠীকে আশ্বস্ত করতে হবে যে, তারা সন্ত্রাসে টাকা জোগাচ্ছে না। ‘কাজ করে দেখানোর’ চাপ থাকবে পাকিস্তানের ওপরে।

দিল্লির কর্মকর্তারা মনে করিয়ে দিচ্ছেন যে, প্যারিস সম্মেলনের ঠিক আগেই আন্তর্জাতিক চাপের মুখে লস্কর প্রধান হাফিজ সাইদকে জঙ্গি হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়েছে পাকিস্তান। চীন-রাশিয়া অক্ষ হয়তো মাঝেমধ্যে ভোগাবে। কিন্তু পাকিস্তান কিছুটা সংযত হলে সবশেষে সেটাও দিল্লির লাভ।