অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতীয় সেনাদের এনকাউন্টারে কাশ্মীরে দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। রোববার সকালে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামারে এ ঘটনা ঘটে। নিহত দুই বিচ্ছিন্নতাবাদীর নাম ইরফান আহমেদ শেখ এবং আবিড মাগরায়।সকালে কাশ্মীরের পুলওয়ামা জেলার তাহাব গ্রামে অভিযানে নামে ভারতীয় জওয়ানেরা। গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে চালানো হয় তল্লাশি। সেখানেই একটি বাড়িতে লুকিয়ে ছিল দুই জঙ্গি।
ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, তাদের উপস্থিতি দেখে গুলি করে বিচ্ছিন্নতাবাদীরা। তার জবাবে পাল্টা জবাব দেয় সেনারা। এতে শুরু হয় দুই পক্ষের গুলির লড়াই। যদিও সেনা জওয়ানদের সঙ্গে পেরে ওঠেনি জঙ্গিরা। এনকাউন্টারেই প্রাণ গিয়েছে তাদের।অভিযানের পর সমগ্র গ্রাম ঘিরে রেখেছে সেনারা। ওই গ্রামে আরও জঙ্গি লুকিয়ে থাকার সম্ভবনা রয়েছে বলে অনুমান করা হচ্ছে। সেই কারণে তল্লাশি চালানো হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























