আকাশ স্পোর্টস ডেস্ক:
সাবেক বার্সেলোনা তারকা জাভি মনে করেন, রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়ে ভালো খেলেছেন নেইমার।
গত বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হয় রিয়াল-পিএসজি। ওই ম্যাচে ৩-১ গোলের দুর্দান্ত জয় তুলে নেয় লস ব্লাঙ্কোজরা। জোড়া গোল করে তাতে নায়কের ভূমিকা পালন করেন রোনাল্ডো। এ সুবাদে সংবাদের শিরোনাম হন তিনি।
তবে এখন কাতারের ক্লাব আল সাদে খেলা জাভির মনে ধরেছে নেইমারের পারফরম্যান্স, ‘অনেকে বলাবলি করছেন- ব্রাজিল ফরোয়ার্ডের চেয়ে ভালো পর্তুগিজ উইঙ্গার। না, না- এটি ডাহা মিথ্যা। ম্যাচে রোনাল্ডো কী করেছিলেন? একটি গোল করেছিলেন পেনাল্টি থেকে, অন্যটি পা দিয়ে। কিন্তু নেইমার কী বিপজ্জনক পরিবেশই না সৃষ্টি করেছিলেন। তার আক্রমণগুলো রিয়াল রক্ষণভাগে ভীতি সঞ্চার করেছিল। শুধু গোলটিই পাননি তিনি।’
বার্সেলোনার হয়ে ৮টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন জাভি। তার দাবি, জয় পেলেও পিএসজির বুকে ভয় ধরাতে পারেনি রিয়াল। বরং প্যারিসের দলটিই লস ব্লাঙ্কোজদের বুকে আতঙ্ক ছড়ায়। গোল না পাওয়ায় তাদের পারফরম্যান্স ম্লান হয়ে যাবে না।
আকাশ নিউজ ডেস্ক 

























