অাকাশ জাতীয় ডেস্ক:
চাঁদপুরের কচুয়ার উপজেলার উত্তর আকানিয়া গ্রামে রবিবার সন্ধ্যায় আগুনে ১১ পরিবারের ২৫টি বসতঘর পুড়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণাংলকারসহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। আগুন নিভাতে গিয়ে মহিন, হেলাল উদ্দিন ও ফাহিমা বেগম নামে তিনজন আহত হয়েছেন।
আহতরা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আকানিয়া গ্রামের ফারুক হোসেনের রান্নাঘরের বৈদ্যুতিক লাইন থেকে এ আগুনের সূত্রপাত হয়। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে ২৫টি ঘর পুড়ে ছাই হয়। খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস স্টেশনের ৩টি ইউনিট ও এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আকাশ নিউজ ডেস্ক 
























