ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

একজনকে নিয়ে বিচার বিভাগ গঠিত নয়: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার প্রতি ইঙ্গিত করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, একজনকে নিয়ে বিচার বিভাগ গঠিত নয়। বিচার বিভাগ অনেক মানুষ নিয়ে গঠিত।আজ রোববার দুপুরে যশোর আইনজীবী সমিতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, ‘একজনের অনেক বক্তব্যে মনে হচ্ছে বিচার বিভাগের সঙ্গে প্রশাসন বিভাগের একটা বিরাট যুদ্ধ চলছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের কোনো যুদ্ধ চলছে না। বিচার বিভাগের একজন ডাজ নট মেক দ্য বিচার বিভাগ (একজনকে নিয়ে বিচার বিভাগ গঠিত নয়)। বিচার বিভাগ কিন্তু অনেককে নিয়ে গঠিত। আমি আপনাদের এটুকু বলতে পারি, হ্যাঁ দেয়ার আর ডিফারেনসেস (পার্থক্য আছে)। অ্যান্ড উই আর ট্রাইং টু আয়রন ইট আউট (আমরা এই সমস্যা সমাধানের চেষ্টা করছি)।’

আনিসুল হক আরো বলেন, ‘বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য, বাংলাদেশের বিচার বিভাগের কল্যাণের জন্য মাননীয় প্রধান বিচারপতি কথা বলতে পারেন। তিনি তাঁর দুঃখের কথা হয়তো বলেছেন। যেইগুলো সমস্যা সমাধানযোগ্য সেইগুলো নিশ্চয়ই সমাধান করা হবে।’

এর আগে গতকাল শনিবার দুপুর সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি অভিযোগ করে বলেন, দেশ উন্নত হলেও মানের দিক থেকে দেশের বিচার বিভাগকে শূন্যে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, ‘বিচার বিভাগের স্বার্থে কথা বলাকে নির্বাহী বিভাগ রাজনৈতিক বক্তব্য বলে মনে করলেও এসব বিষয়ে আমি কথা বলেই যাব। কোনোভাবেই ক্ষান্ত হব না।’

আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে এ সময় প্রধান বিচারপতি আরো বলেন, ‘মাননীয় মন্ত্রী আপনাকে বলছি, সুপ্রিম কোর্টের মূল ভবন ভঙ্গুর অবস্থায় রয়েছে। আমি যে চেয়ারে বসি সেখানে বৃষ্টির পানি পড়ে। নতুন একটা এনেক্স ভবন না করলে মাঠে বসে বিচারকাজ করতে হবে।’

এসবের পরিপ্রেক্ষিতে আজ যশোরে এসব কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, সুপ্রিম কোর্ট ভবনে আগে যখন বিচারকদের বসার সমস্যা ছিল তখন অ্যানেক্স ভবন করে দেওয়া হয়েছে। ‘এবার যে মুহূর্তে প্রধান বিচারপতি আমাদের জানিয়েছেন এবং তিনিও একটা জায়গা দেখিয়ে দিয়েছেন, সেই মুহূর্তে আমরা পরিকল্পনা নিয়েছি।’

এ ছাড়া সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সমুন্নত রেখে বিচারকদের শৃঙ্খলা বিধিমালা তৈরি করতে চেষ্টা চলছে বলেও জানান আনিসুল হক। তিনি বলেন, আদালত যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক কাজ চলছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি শরিফ আব্দুর রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জাফর, জেলা দায়রা জজ আমিনুল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজনকে নিয়ে বিচার বিভাগ গঠিত নয়: আইনমন্ত্রী

আপডেট সময় ০৬:৫০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার প্রতি ইঙ্গিত করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, একজনকে নিয়ে বিচার বিভাগ গঠিত নয়। বিচার বিভাগ অনেক মানুষ নিয়ে গঠিত।আজ রোববার দুপুরে যশোর আইনজীবী সমিতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, ‘একজনের অনেক বক্তব্যে মনে হচ্ছে বিচার বিভাগের সঙ্গে প্রশাসন বিভাগের একটা বিরাট যুদ্ধ চলছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের কোনো যুদ্ধ চলছে না। বিচার বিভাগের একজন ডাজ নট মেক দ্য বিচার বিভাগ (একজনকে নিয়ে বিচার বিভাগ গঠিত নয়)। বিচার বিভাগ কিন্তু অনেককে নিয়ে গঠিত। আমি আপনাদের এটুকু বলতে পারি, হ্যাঁ দেয়ার আর ডিফারেনসেস (পার্থক্য আছে)। অ্যান্ড উই আর ট্রাইং টু আয়রন ইট আউট (আমরা এই সমস্যা সমাধানের চেষ্টা করছি)।’

আনিসুল হক আরো বলেন, ‘বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য, বাংলাদেশের বিচার বিভাগের কল্যাণের জন্য মাননীয় প্রধান বিচারপতি কথা বলতে পারেন। তিনি তাঁর দুঃখের কথা হয়তো বলেছেন। যেইগুলো সমস্যা সমাধানযোগ্য সেইগুলো নিশ্চয়ই সমাধান করা হবে।’

এর আগে গতকাল শনিবার দুপুর সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি অভিযোগ করে বলেন, দেশ উন্নত হলেও মানের দিক থেকে দেশের বিচার বিভাগকে শূন্যে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, ‘বিচার বিভাগের স্বার্থে কথা বলাকে নির্বাহী বিভাগ রাজনৈতিক বক্তব্য বলে মনে করলেও এসব বিষয়ে আমি কথা বলেই যাব। কোনোভাবেই ক্ষান্ত হব না।’

আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে এ সময় প্রধান বিচারপতি আরো বলেন, ‘মাননীয় মন্ত্রী আপনাকে বলছি, সুপ্রিম কোর্টের মূল ভবন ভঙ্গুর অবস্থায় রয়েছে। আমি যে চেয়ারে বসি সেখানে বৃষ্টির পানি পড়ে। নতুন একটা এনেক্স ভবন না করলে মাঠে বসে বিচারকাজ করতে হবে।’

এসবের পরিপ্রেক্ষিতে আজ যশোরে এসব কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, সুপ্রিম কোর্ট ভবনে আগে যখন বিচারকদের বসার সমস্যা ছিল তখন অ্যানেক্স ভবন করে দেওয়া হয়েছে। ‘এবার যে মুহূর্তে প্রধান বিচারপতি আমাদের জানিয়েছেন এবং তিনিও একটা জায়গা দেখিয়ে দিয়েছেন, সেই মুহূর্তে আমরা পরিকল্পনা নিয়েছি।’

এ ছাড়া সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সমুন্নত রেখে বিচারকদের শৃঙ্খলা বিধিমালা তৈরি করতে চেষ্টা চলছে বলেও জানান আনিসুল হক। তিনি বলেন, আদালত যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক কাজ চলছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি শরিফ আব্দুর রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জাফর, জেলা দায়রা জজ আমিনুল ইসলাম প্রমুখ।