অাকাশ জাতীয় ডেস্ক:
আগামী নির্বাচনকে সামনে রেখে নারী ও নতুন ভোটারদের গুরুত্ব দিয়ে সাংগঠনিক কাজ এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার দুপুরে ধানমন্ডিতে একটি কমিউনিটি সেন্টারে ঢাকার আশপাশের জেলা আওয়ামী লীগ নেতা, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা সফল করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
এসময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আগে আমরা সুশৃঙ্খল সমাবেশ করেছিলাম, এবার আগের কিছু ক্ষুত সংশোধন করে আরো অনেক বেশি সুশৃঙ্খল সমাবেশ করবো।’
নির্বাচন সম্পর্কে তিনি নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, ‘নির্বাচনের প্রধান হাতিয়ার হবে তরুণ ভোটাররা, প্রথমবারের ভোটাররা এবং নারী ভোটাররা। এটা আমাদের মনে রাখতে হবে। এবং সেটাকে লক্ষ রেখে আপনারা (দলীয় নেতাকর্মিরা) সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন।’
আকাশ নিউজ ডেস্ক 



















