অাকাশ জাতীয় ডেস্ক:
টাকা না দেয়ায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সত্তার মৃধা (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে ছেলে বাদশা মৃধা। এই ঘটনায় হত্যাকারী ছেলেকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার কলসকাঠি ইউনিয়নের বেবাজ গ্রামের গান্ধী আশ্রম সংলগ্ন খান বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাদশা মৃধা শুক্রবার সন্ধ্যার দিকে তার বাবার কাছে টাকা দাবি করেন। কিন্তু বাবা সত্তার মৃধা টাকা দিতে তিনি অপারগতা প্রকাশ করেন। এতে ছেলে বাদশা ক্ষুব্ধ হয়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপায় সত্তার মৃধাকে। এ সময় সত্তারের ডাক-চিৎকারে পাশের ঘরের লোকজন ছুটে এসে সত্তারকে রক্ষার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। ঘটনাস্থালেই সত্তার মৃধার মৃত্যু হয়।
বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকারী বাদশা মানসিক ভারসাম্যহীন। সে ইতিপূবেই আরও একজনকে কুপিয়ে আহত করেছিলো। ঠিক তেমনি নিজ ঘরের মধ্যেই দা দিয়ে কুপিয়ে হত্যা করে তার পিতাকে। এ সময় ঘরে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না। ধারণা করা হচ্ছে টাকা চেয়ে না পেয়েই বাদশা তার বৃদ্ধ পিতাকে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ ছেলে বাদশাকে আটক ও হত্যার ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এছাড়া লাশ শের-ই বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি এ ঘটনায় বাকেরগঞ্জ থানা একটি হত্যা মামলা প্রস্তুতি চলছে।
আকাশ নিউজ ডেস্ক 























