অাকাশ জাতীয় ডেস্ক:
হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে নবনিযুক্ত প্রধান বিচারপতির ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নিম্ন আদালতে দায়িত্বপালনরত ১৩২ বিচারকের পদোন্নতির সিদ্ধান্ত হয়েছে।
এর মধ্যে ১২৮জনকে জেলা জজ, একজনকে শর্ত সাপেক্ষে জেলা জজ ও তিনজনকে যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতির অনুমোদন দিয়েছে ফুলকোর্ট সভা। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় ‘আইন মন্ত্রণালয়ের ১৪৮ জন বিচার বিভাগীয় কর্মকর্তার পদোন্নতির সুপারিশ থেকে ১২৮জনকে জেলা জজ ও ১ জনকে শর্তসাপেক্ষে জেলা জজ ৩ জনকে যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতির অনুমোদন দেয়া হয়। এছাড়া যেসব বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তাধীন রয়েছে, যাদের কাজের দক্ষতা ও সততা নিয়ে প্রশ্ন রয়েছে, বিভাগীয় শাস্তি হয়েছে এরকম ৮ অতিরিক্ত জেলা জজের নাম পদোন্নতির প্যানেল থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























