অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক ও ছাত্রদের মধ্যে হাতাহাতি, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুইজন শিক্ষকসহ কয়েকজন ছাত্র আহত হয়েছেন।শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনের সামনে এই ঘটনা ঘটে। হাতাহাতির জন্য শিক্ষার্থীদের দায়ী করেছেন শিক্ষকরা। অন্যদিকে শিক্ষার্থীরা দোষ দিয়েছেন শিক্ষকদের। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষার্থীদের মারমুখো অবস্থানের কারণেই ধস্তাধস্তির ঘটনা ঘটে।
জানা যায়, ডাকসু নির্বাচন দিয়ে সিনেটে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীরা আজ বিকাল ৩টার দিকে অপরাজেয় বাংলা থেকে মিছিল শুরু করে মল চত্বর ঘুরে সিনেট ভবনের ফটকের সামনে অবস্থান নেয়। তাদের হাতে ছিল ‘ডাকসু ছাড়া ভিসি নির্বাচন মানি না, মানবো না’, ‘সিনেটে ছাত্র প্রতিনিধি চাই’, ‘অবৈধ ভিসি প্যানেল মানি না’সহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড।এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক এম আমজাদ আলী, সহকারী প্রক্টর রবিউল ইসলামসহ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তারা ফটকের ভেতরে অবস্থান করছিলেন। তারা শিক্ষার্থীদের বাধা দিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি হয়।
শিক্ষার্থীরা বলেন, আমরা এসেছিলাম আমাদের অধিকারের কথা বলতে। তারা গেইট আটকে রেখেছে। আমরা নিয়মতান্ত্রিকভাবেই আন্দোলন করছিলাম। আমরা গেটের ভেতরে ঢুকেছি, তারা আমাদের ওপর হামলা করেছে। ভিসি প্যানেল নির্বাচন হবে, সেটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু এখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব থাকতে হবে।অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক আমজাদ আলী সাংবাদিকদের বলেন, ছাত্রদের শুরুতে বলেছি গেইটের বাইরে তাদের কর্মসূচি পালন করতে, কিন্তু তারা গেইট ভেঙে ভেতরে প্রবেশ করতে গেলে শিক্ষকরা সামনে দাঁড়ায়। তারা শিক্ষকদের ধাক্কা দিলে শিক্ষক তাদের ধাক্কা দেয়।
শিক্ষকদের ‘হামলায়’ ছয়জন আহত হন বলে দাবি করেছেন ছাত্র ফেডারেশনের সভাপতি বেনজির আহমেদ। এদিকে, উপাচার্য নিয়োগে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক কামাল উদ্দিন ও অধ্যাপক আব্দুল আজিজের নাম প্রস্তাব করেছে সিনেট।
আগামী ২৪ আগস্ট আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ার আগে এই তিনজনের মধ্য থেকে নতুন উপাচার্যকে বেছে নেবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আকাশ নিউজ ডেস্ক 



















