অাকাশ জাতীয় ডেস্ক:
নির্বাচন ও আন্দোলন দুটোর জন্যই বিএনপি প্রস্তুত আছে উল্লেখ করে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, ‘আওয়ামী লীগের দুঃশাসন বিএনপিকে দেশের মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। দেশের মানুষ পরবর্তী সরকার হিসেবে বিএনপিকে দেখতে চায়। শনিবার (২৯ জুলাই) দুপুরে নীলফামারী শহরের বড় বাজার ট্রাফিক মোড়ে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সুষ্ঠ নির্বাচন হলে এবং জনগণ ভোট কেন্দ্রে যেতে পারলে আওয়ামী লীগ গদি ছাড়া হবে, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনকি দলের সর্বস্তরের নেতাকর্মীরাও জানে। তিনি বলেন, সহায়ক সরকারের অধীনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে অবাধ ও সুষ্ঠ নির্বাচন দিলে বিএনপি নির্বাচনে অংশ নেবে।
নীলফামারী পৌর শাখার সভাপতি জহুরুল আলমের সভাপতিত্বে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান জামান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরী, জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, সদর উপজেলা বিএনপির সভাপতি মীর সেলিম ফারুক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব-উর-রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,দিনব্যাপী নীলফামারী সদর উপজেলার পাঁচটি পয়েন্টে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ণ কার্যক্রম পরিচালিত হয়।
আকাশ নিউজ ডেস্ক 





















