অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
চীন উত্তর কোরিয়ার আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে তীব্র নিন্দা এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযত থাকার ব্যাপারে আহবান জানিয়েছে। খবর এএফপি’র। শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করায় চীন উত্তর কোরিয়াকে তীব্র নিন্দা জানাচ্ছে।’
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জেং বলেন, বেইজিং জাতিসংঘের দেয়া প্রস্তাব মেনে চলতে এবং পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন কর্মকান্ড চালিয়ে যাওয়া বন্ধ রাখতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।তিনি বলেন, একই সময়ে চীন আশা প্রকাশ করছে, সংশ্লিষ্ট সকল পক্ষ সংযত ও আগ্রাসনমূলক কর্মকান্ড থেকে বিরত থাকবে এবং এ উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাতে একসাথে কাজ করবে।
এদিকে উত্তর কোরিয়ার শুক্রবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ওয়াশিংটন, সিউল, টোকিও ও ইউরোপীয় ইউনিয়ন তীব্রভাবে এর নিন্দা জানিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















