অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকার উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিকাশ এজেন্টের কর্মী খুন হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে ৫ নম্বর সেক্টরের ১/এ সড়কে এ ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক কাওসার আহমেদ জানান, নিহত আলামিন (২৪) ওই এলাকার এক বিকাশ এজেন্টের কর্মচারী ছিলেন। তার ব্যাগে পাঁচ লাখ টাকার মতো ছিল বলে পুলিশ প্রাথমিকভাবে তথ্য পেয়েছে।
ছিনতাইকারীরা আলামিনকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত আলামিনকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
আকাশ নিউজ ডেস্ক 

























