অাকাশ জাতীয় ডেস্ক:
যতদিন প্রধান বিচারপতি নিয়োগ হবে না ততদিন পর্যন্ত আদালতে প্র্যাকটিস করবেন না বলে জানিয়েছেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড.শাহদীন মালিক। বুধবার দুপুরে আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার দিন আদালতে আইনজীবীদের ঢুকতে বাধা দেয়া হয় বলেও অভিযোগ করেন এ আইনজীবী।
শাহদীন মালিক বলেন, একটি দেশ প্রধান বিচারপতি ছাড়া দিনের পর দিন চলতে পারে না। যতদিন প্রধান বিচারপতি নিয়োগ দেয়া না হবে আমি আদালতে আর প্র্যাকটিস করবো না। নৈতিক জায়গা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার দিন এলেই আদালতে পুলিশ আইনজীবীদের প্রবেশে বাধা সৃষ্টি করে। এটা মেনে নেয়া যায় না। সুপ্রিম কোর্টে পুলিশের অনুমতি নিয়ে কেন আইনজীবীরা প্রবেশ করবে?
দীর্ঘদিন দেশের প্রধান বিচারপতির পদ শূন্য থাকায় বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন এ আইনজীবী।
আকাশ নিউজ ডেস্ক 





















