অাকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইলে কালিহাতীতে গৃহকর্মীকে (১০) ধর্ষণের ঘটনায় গৃহকর্তা খলিলুর রহমানকে আটক করেছে পুলিশ। সোমবার বিকাল ৪টায় এলেঙ্গা পৌরসভা কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত খলিলুর রহমান ঘাটাইলের হামিদপুর গ্রামের মৃত আবদুল জলিল তালুকদারের ছেলে। শিশুটির বাবা জানান, কালিহাতী উপজেলা পৌর এলাকা বেতডোবা খলিলুর রহমানের ভাড়া বাসায় আমার মেয়ে কাজ করতো। মঙ্গলবার বাড়ি থেকে আমার মেয়েকে নিয়ে যায়। শুক্রবার খলিলুর রহমান মেয়েকে ধর্ষণ করে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে কালিহাতী সদর হাসপাতালে আমি মেয়েকে ভর্তি করি। পরে মামলা না করা জন্য খলিল আমাকে হুমকি দিয়ে আসছিল।
তিনি জানান, সোমবার দৈনিক আকাশের কালিহাতী প্রতিনিধিদের সহযোগিতায় পুলিশের কাছে অভিযোগ করা হয়। তাৎক্ষনিক পুলিশ ধর্ষক খলিলুর রহমানকে আটক করে।
কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, ধর্ষিতা শিশুটিকে কালিহাতী হাসপাতালকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























