অাকাশ জাতীয় ডেস্ক:
টেকনিক্যাল ইন্টার্ন (Memorandum of Cooperation) নিয়োগে সপ্তম দেশ হিসেবে জাপানের সঙ্গে বাংলাদেশ একটি চুক্তি স্মারক সই করেছে। সোমবার জাপানের টোকিওতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার বাংলাদেশের পক্ষে এবং জাপানের পক্ষে হেলথ, লেবার ও ওয়েলফেয়ার মন্ত্রণালয়ের পলিসি-সমন্বয় বিষয়ক ভাইস মিনিস্টার জিনিচি মিয়ানোর মধ্যে এই চুক্তি সই হয়।
ড. নমিতা হালদার এনডিসি বলেন, ‘এই স্মারক জাপানের ৭৭টি পেশার ১৩৭টি কাজের জন্য বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ টেকনিক্যাল ইন্টার্নদের জাপানি কাজে প্রশিক্ষণ ও জ্ঞানার্জন করতে পারবে। তারা জাপানে তিন থেকে পাঁচ বছর কাজ করার সুযোগ পাবে। তাছাড়া কাজ শেষে তারা যদি দেশে ফিরেও আসে, তারা জাপানি প্রযুক্তি ও জ্ঞানকে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবে।’
নমিতা বলেন, ‘বাংলাদেশ সরকার যথাযথ গুরুত্ব দিয়ে বিষয়গুলো নিয়ে কাজ করছে। কন্সট্রাকশন, মেনুফ্যাকচারিং, গার্মেন্টস, কৃষি, ফুড প্রসেসিং এবং কেয়ার গিভিং খাতে জাপানের জনবলের অভাব রয়েছে। যেহেতু বাংলাদেশে দক্ষ ও আধা-দক্ষ কর্মীর প্রাচুর্যতা রয়েছে তাই এই সুযোগকে আমরা গ্রহণ করে কাজে লাগাতে পারি।’
এ সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ও জাপান সরকারের উচ্চ-পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার ২৮ জানুয়ারি জাপানের উদ্দেশ্যে রওনা হন। ৩১ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























