অাকাশ জাতীয় ডেস্ক:
ডিজিটাল মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি এবং বিকৃত তথ্য দিলে শাস্তির বিধান রাখা হয়েছে।
মন্ত্রিসভায় অনুমোদন করা ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ তে এই অপরাধে ১৪ বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি অনুমোদন হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।
বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে একটি আইন করার চিন্তাভাবনা চলছে। এরই মধ্যে কিন্তু সামাজিক মাধ্যমগুলোতে প্রায়ই মুক্তিযুদ্ধের শহীদ ও নির্যাতিতা নারীদের সংখ্যা নিয়ে নানা বিকৃত ও অসত্য লেখনি প্রকাশ করে তা ছাড়ানো হয়।
আবার দেশের বাইরে থেকে, বিশেষ করে গত বছর পাকিস্তানি সেনাবাহিনীর তৈরি একটি ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়েছে, বাংলাদেশেও একটি গোষ্ঠী এই ভিডিওটি প্রচার করেছে।
এর বাইরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও কটূক্তি, বিকৃত তথ্য ও মিথ্যাচার করা হয়। এই ডিজিটাল নিরাপত্তা আইন পাস হলে এই ধারা অনুযায়ী এর বিচার করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
সচিব বলেন, ‘জাতির পিতা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে প্রোপাগান্ডা, প্রচারণার মদদ দেয়ার শাস্তি অনধিক ১৪ বছরের সশ্রম কারাদণ্ড বা অনধিক এক কোটি অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে এই আইনে।’
তবে কোন তথ্যগুলো মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী প্রোপাগান্ডা হবে, সেই বিষয়টি সংবাদ সম্মেলনে স্পষ্ট করেননি মন্ত্রিপরিষদ সচিব।
আকাশ নিউজ ডেস্ক 





















