অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গেলে জনগণ তার দায়িত্ব হাতে তুলে নেবে। সেদিন কোনো কিছু ঘটবে না, তার নিশ্চয়তা দিতে পারছি না।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে লাউঞ্জে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত ‘আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার রায়ের তারিখ ঘোষণার পরই বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, তার দলের নেত্রীকে জেলে নেয়ার চেষ্টা হলে দেশে আগুন জ্বলবে।
পরদিন গয়েশ্বর বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় হবে ৮ ফেব্রুয়ারি। সেদিন নেতিবাচক কোনো কিছু হলে এই সরকারের পতন ত্বরান্বিত হবে। সময় বলে দেবে কারা রাজপথে থাকবে।
তিনি বলেন, খালেদা জিয়ার প্রতি প্রতিহিংসা চরিতার্থ করতে চান শেখ হাসিনা। খালেদা জিয়াকে নিয়ে নিয়ন্ত্রিত আদালত কর্তৃক যদি শেখ হাসিনা তার উদ্দেশ্য চরিতার্থ করতে চান, তাহলে জনগণই তার দায়িত্ব নেবে। তার জবাব শেখ হাসিনা পাবেন।
বিএনপির এ নেতা বলেন, খালেদা জিয়া সাজাকে ভয় পান না। মৃত্যুর জন্য যারা সব সময় প্রস্তুত, তাদের আবার কিসের সাজার ভয়? জেলের ভয় দেখিয়ে লাভ নেই, এখনও পুরো দেশটা একটা বৃহত্তর কারাগারের মধ্যেই আছি।
একই আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, খালেদা জিয়ার গায়ে যদি একটা ফুলের আঁচড়ও পড়ে তখন বাংলাদেশ গর্জে উঠবে। আগামী ৮ ফেব্রুয়ারি হচ্ছে ফয়সালার ডেট। ফয়সালা না হলে রাজনৈতিকভাবে অন্যায়ের বিরুদ্ধে দেশের মানুষ গর্জে উঠবে।
আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে তিনি বলেন, কোকো রাজনীতিবিদ ছিলেন না, ক্রীড়াঙ্গনে তার বিচরণ ছিল শুধু শহীদ জিয়ার সন্তান হওয়ার জন্য। কোকো শেখ হাসিনার আক্রোশের শিকার। তার মৃত্যুর হিসাব আমরা একদিন চাইব। কোকোর প্রসঙ্গ চাপা পড়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই।
নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উপদেষ্টা নাসির উদ্দীন হাজারির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমত উল্লাহ, মিসেস সাবিরা নাজমুল, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ বক্তব্য দেন।
আকাশ নিউজ ডেস্ক 



















