অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইতালিতে ট্রেন দুর্ঘটনায় তিনজন নিহত ও ১০ জন গুরুতর আহত হয়েছেন। ইতালির মিলান শহরের কাছে একটি আঞ্চলিক ট্রেন লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৬:৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
ট্রেনে আটকেপড়া লোকদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা। এছাড়াও আহত শতাধিক লোককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিলান থেকে কয়েক কিলোমিটার দূরে ত্রেভিলিও ও পিওলতেলো স্টেশনের মাঝামাঝি এই দুর্ঘটনা ঘটে।
ট্রেনটি ইতালির উত্তরাঞ্চলীয় ক্রেমোনা থেকে মিলানের দিকে যাচ্ছিল। তবে কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে- তা এখনও নিশ্চিত নয়।
আকাশ নিউজ ডেস্ক 
























