অাকাশ ইতিহাস ডেস্ক:
আজ (বুধবার) ২৪ জানুয়ারি’ ২০১৮
ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে দৈনিক আকাশের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।
২৪ জানুয়ারি, ২০১৮, বুধবার। ১১ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
-গণঅভ্যুত্থান দিবস
বাঙালি জাতির ইতিহাসে ২৪ জানুয়ারি এক অবিস্মরণীয় দিন। ১৯৬৯ সালের এ দিনে পাকিস্তানের সামরিক শাসন উৎখাতে কার্য ভঙ্গ করে জনতা মিলি বের করে। মিছিলের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। নিহত হয় ঢাকার নবকুমার ইনস্টিটিউটের দশম শ্রেণীর ছাত্র মতিউর। এতে আন্দোলন আরো বেগবান হয়। জনতার অভ্যুত্থানের জোয়ারে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবসহ অন্যান্যদের মুক্তি দিতে বাধ্য হয় সামরিক সরকার। সেই সাথে পতন ঘটে আইয়ুব খানের। নিহত শহীদ মতিউরের পিতা আজহার আলী মল্লিক ছিলেন একজন ব্যাংক কর্মচারী। কাকতালীয় ঘটনা হচ্ছে মতিউরের জন্ম তারিখও ২৪ জানুয়ারি ১৯৫৭।
-চট্টগ্রামে গণহত্যা দিবস
এরশাদ বিরোধী আন্দোলনে ২৪ জানুয়ারি একটি উল্লেখযোগ্য দিন। এরশাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ১৯৮৮ সালের এই দিনে তৎকালীন ১৫ দলীয় ঐক্যজোট চট্টগ্রামের বিখ্যাত লালদীঘির মাঠে একটি সমাবেশের আয়োজন করে। আওয়ামী লীগ সভানেত্রী ও ১৫ দলীয় ঐক্যজোট নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি মিছিল লালদীঘির সমাবেশে আসার পথে পুরাতন বাংলাদেশ ভবনের সামনে পুলিশ মিছিলের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এ সময় শেখ হাসিনা আদালত ভবনে উঠে প্রাণে রক্ষা পেলেও পুলিশের গুলিতে নিহত হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার লাশ একসঙ্গে বলুয়ারদিঘি শ্মশানে নির্বিচারে দাহ করা হয়। এ ঘটনায় নিহতরা হলেন সুমন চৌধুরী, আনোয়ার হোসেন, স্বপন বিশ^াস, অর্জিত সরকার, এঞ্জেল বার্থ গোমেজ, চান মিয়া, গোবিন্দ দাশ, মোহাম্মদ বদরুল, রমেশ বৈদ্য, সাজ্জাদ হোসেন, জিকে চৌধুরী, আবদুল মান্নান, কাশেম, জিকে দাশ, মোঃ কুদ্দুছ, পংকজ বৈদ্য, বাহার উদ্দিন, কামাল হোসেন, সবুজ হোসেন, শাহাদাত হোসেন, হাসান মুরাদ, পলাশ, সময় দত্ত ও মহিউদ্দিন শামীম।
– জার্মানীর বিখ্যাত লেখক আর্নেস্ট হফম্যান জন
১৭৭৬ সালের এ দিনে জার্মানীর বিখ্যাত লেখক আর্নেস্ট হফম্যান জন্ম গ্রহণ করেন। জার্মানীর সাহিত্য জগতে রোমান্টিক আন্দোলনে তিনি গভীর প্রভাব বিস্তার করেছিলেন। তিনি যে অমিত কল্পনা শক্তির অধিকারী ছিলেন তা তার রচনাবলীর মাধ্যমে পরিস্ফুট হয়ে উঠেছে। তিনি আইন শাস্ত্রে অধ্যায়ন করলেও খুব অল্প সময়ের জন্য তিনি আইন চর্চা করেছেন। তারপর তিনি লেখালেখির পাশাপাশি চিত্রাংকন, সঙ্গীত সমালোচনা এবং সঙ্গীত রচনায় আত্মনিয়োগ করেন। হফম্যানের লেখা অনেক খ্যাতনামা ছোটগল্প ফ্যানটাস্টিক পিসেস ইন দ্যা ম্যানার অব ক্যালোট নামক সংকলনের দ্বিতীয় খন্ডে সংকলিত হয়েছে। এই একই পুস্তকে তার কয়েকটি সঙ্গীত সমালোচনা এবং চিত্রও সংকলিত হয়েছে। জার্মানির এই খ্যাতনামা লেখক ১৮২২ সালে পরলোকগমন করেন।
– ইংল্যান্ডে বয়স্কাউট আন্দোলনের সূচনা
১৯০৮ সালের এ দিনে ইংল্যান্ডে বয়স্কাউট আন্দোলনের সূচনা হয়। রবার্ট ব্যাডেল পাওয়েলের স্কাউটিং ফর বয়েজ নামের রচনার প্রথম অংশ প্রকাশের মাধ্যমে এই আন্দোলের সূচনা হয়েছিলো। ১৯০০ সালে দক্ষিণ আফ্রিকার যুদ্ধের মধ্য দিয়ে ব্যাডেন পাওয়েল বৃটেনে জন-নায়কে পরিণত হন। এর আগে থেকেই তার যুদ্ধ সংক্রান্ত কিছু লেখা কিশোর তরুণদের আকৃষ্ট করছিলো। পরবর্তীতে তিনি এ জিনিসগুলো সাধারণ উপযোগী করে খেলার সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে এ কাজটি করার আগে তার ভাবনাগুলোকে কিশোরদের উপর কতোখানি কার্যকর হয় তা হাতে কলমে পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে ১৯০৭ সালের ২৫শে জুলাই তিনি পনর দিনের একটি শিবির করেন। তার শিবির ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছিলো। ১৯৪১ সালে ব্যাডেন পাওয়েল পরলোক গমন করেন। বর্তমানে পৃথিবীর ২১৭ টি দেশে ৩ কোটি ৮০ লক্ষ স্কাউট ও গাইড রয়েছে।
– ভিটামিন ‘সি’র আবিষ্কারক চার্লস গ্লিন কিং পরলোকগমন
১৯৮৮ সালের এ দিনে ভিটামিন ‘সি’র আবিষ্কারক প্রাণ-রসায়নবিদ চার্লস গ্লিন কিং পরলোকগমন করেন। স্কার্ভি এবং অপুষ্টি প্রতিরোধে ভিটামিন ‘সি’ বিশেষ ভূমিকা রয়েছে। পাঁচ বছর ধরে গভীর গবেষণা চালিয়ে ১৯৩২ সালে তিনি লেবুর রস থেকে ভিটামিন সি পৃথক করতে সক্ষম হয়েছিলেন। গবেষকদের সহায়তায় দ্রুত ভিটামিন সির গঠন কাঠামো কি তা নির্ধারণের কাজ সম্পন্ন করা হয় এবং ১৯৩৩ সালে কৃত্রিম ভাবে এই ভিটামিট উৎপাদনের কাজ শুরু হয়। ভিটামিন সির অপর নাম এসকোরবিক এসিড। প্রকৃতিকে এই ভিটামিন লেবু জাতীয় ফল এবং সবুজ শাক সবজিতে পাওয়া যায়। বেশির ভাগ প্রাণী গ্লুকোজ থেকে নিজেদের প্রয়োজনীয় ভিটামিন সি তৈরি করে। কিন্তু মানুষ সহ প্রাইমেট গোত্রের প্রাণীদেরকে খাদ্যের মাধ্যমে এই ভিটামিন গ্রহণ করতে হয়।
– আলফ্রেড হিচককের প্রথম ছবির মুক্তি
১৯২৭ সালের এ দিনে তৎকালীন তরুণ পরিচালক আলফ্রেড হিচককের প্রথম ছবি দ্য প্লেজার গার্ডেন মুক্তি পায়। এরপর হিচকক আরো কয়েকটি ছবি নির্মাণ করেন। তিনি ১৯৩৯ সালে সিনেমা নির্মাণের উন্নত প্রযুক্তির সহায়তা নেয়ার জন্য হলিউডে চলে যান। তার নির্মিত রেবেকা ছবিটি ১৯৪০ সালে সেরা ছবি হিসেবে অস্কার লাভ করে এবং আলফ্রেড হিচকক সেরা চলচ্চিত্র পরিচালক হিসেবে মনোনীত হন। ১৯৫০এর দশকে তিনি সাইকো, দ্যা বার্ডস, ভার্টাইগো এবং রিয়ার উইন্ডোর মত জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেন। তার নির্মিত প্রতিটি ছবিতে তার সৃজনশীল উপস্থিতির ব্যাপক স্বাক্ষর রয়েছে এবং এ সব ছবির কোনো একটি জিনিসও ঘটনাক্রমে হয় নি। ১৯৮০ সালে আলফ্রেড হিচকক পরলোকগমন করেন।
ঘটনাবলী
- ১৩২৮ সালে ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড বিয়ে করেন।
- ১৪৫৮ সালে প্রথম ম্যাথিয়াস হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন।
- ১৫৫৬ সালে চীনে বড় ধরনের ভূমিকম্প হয়।
- ১৮৩৯ সালে চার্লস ডারউইন রয়্যাল সোসাইটির সদস্য নির্বাচিত হন।
- ১৮৪৮ সালে জেমস মার্শাল ক্যালিফোর্নিয়ার প্রথম স্বর্ণ আবিষ্কার করেন।
- ১৮৫৭ সালে কলকাতা, বোম্বাই (মুম্বাই) ও মাদ্রাজে (চেন্নাই) বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
- ১৯০৮ সালে ইংল্যান্ডে বয়স্কাউট আন্দোলনের সূচনা হয়।
- ১৯২৭ সালে তৎকালীন তরুণ পরিচালক আলফ্রেড হিচককের প্রথম ছবি দ্য প্লেজার গার্ডেন মুক্তি পায়।
- ১৯৪১ সালে ব্রিটিশ সেনাবাহিনী আবিসিনিয়া অভিযান শুরু করে।
- ১৯৫০ সালে ড. রাজেন্দ্রপ্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
- ১৯৫২ সালে বোম্বেতে সর্বপ্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়।
- ১৯৬৯ সালে পাকিস্তানের অপশাসনের বিরুদ্ধে ঢাকায় গণঅভ্যত্থান ঘটে এবং কিশোর মতিউর পুলিশের গুলিতে শহীদ হন।
- ১৯৭২ সালে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- ১৯৭৪ সালে সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুহাম্মদ উল্লাহ বাংলাদেশের তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন।
- ১৯৭৯ সালে ইরানের অত্যাচারী শাসকের শাহের অনুচররা ইরানের বেশির ভাগ শহরে দুই জনের অধিক লোক একত্রিত হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
- ১৯৮৮ সালে ভিটামিন ‘সি’র আবিষ্কারক প্রাণ-রসায়নবিদ চার্লস গ্লিন কিং পরলোকগমন করেন।
- ১৯৮৮ সালে চট্টগ্রামে শেখ হাসিনার সমাবেশে পুলিশের হাতে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়।
জন্ম
- ০০৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাদ্রিয়ান, তিনি ছিলেন রোমান সম্রাট।
- ১৭০৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফারিনেলি, তিনি ছিলেন ইতালিয়ান অভিনেতা ও গায়ক।
- ১৭১২ সালে প্রুশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিক জন্ম গ্রহণ করেছিলেন।
- ১৭৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ই.টি.এ হফমান, তিনি ছিলেন জার্মান আইনজ্ঞ, লেখক, এবং সুরকার।
- ১৮২৬ সালে অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার গণেন্দ্রমোহন ঠাকুর জন্ম গ্রহণ করেন।
- ১৮৫৬ সালে বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক অশ্বিনীকুমার দত্ত জন্মগ্রহন করেন।
- ১৮৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিচকি বাউম, তিনি ছিলেন অস্ট্রীয় লেখক।
- ১৯০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান তদ্দ, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী।
- ১৯১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নরমান দেললো জইও, তিনি ছিলেন আমেরিকান সুরকার।
- ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাহমুদ ফার্শিয়ান, তিনি ইরানী বংশোদ্ভূত ফার্সি চিত্রশিল্পী ও অধ্যাপক।
- ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোয়াকিম গাউক, তিনি জার্মান রাজনীতিবিদ ও ১১ তম প্রেসিডেন্ট।
- ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যান শেচতম্যান, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ইসরাইলের রসায়নবিদ ও অধ্যাপক।
- ১৯৪২ সালে প্রাক্তন পর্তুগীজ ফুটবলার ইউসেবিও জন্মগ্রহন করেন।
- ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুভাষ ঘাই, তিনি ভারতীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
- ১৯৪৭ সালে প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার টোস্টাও জন্মগ্রহন করেন।
- ১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল আউটেউইল, তিনি ফরাসি অভিনেতা।
- ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিল জনসন, তিনি সাবেক জিম্বাবুয়ের ক্রিকেটার।
- ১৯৮৪ সালে ব্রাজিলীয় ফুটবলার রবিনিয়ো জন্মগ্রহন করেন।
- ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইস সুয়ারেজ, তিনি উরুগুয়ের ফুটবল।
মৃত্যু
- ১৫৯৫ সালে অস্ট্রিয়ার রাজা দ্বিতীয় ফার্দিনান্দ মৃত্যুবরণ করেন।
- ১৮৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভিলহেল্ম ভাইৎলিং, তিনি ছিলেন জার্মান কারুশিল্পী ও উনিশ শতকের বিপ্লবী।
- ১৯৫৪ সালে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নাথ রায় মৃত্যুবরণ করেন।
- ১৯৬৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইন্স্টন চার্চিল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ ও লেখক।
- ১৯৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিল ডাগভার, তিনি ডাচ বংশোদ্ভূত জার্মান অভিনেত্রী।
- ১৯৮৮ সালে ভিটামিন ‘সি’র আবিষ্কারক প্রাণ-রসায়নবিদ চার্লস গ্লিন কিং পরলোকগমন করেন।
- ১৯৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইয়ভেস ন্যাভারে, তিনি ফরাসি লেখক।
- ২০০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিওনিদাস, তিনি ছিলেন প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।
- ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পিটার ল্যাডিফোগিড, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত মার্কিনী ভাষাবিজ্ঞানী।
- ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিসা ডানিইলয়, তিনি ইংরেজ অভিনেত্রী।
- ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো, তিনি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে।
আকাশ নিউজ ডেস্ক 



















