অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়নবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রান্তিক (জয় বাংলা) গেট থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জাবি শাখার সভাপতি মাসুক হেলাল অনিক বলেন, দেশ স্বাধীনের পর থেকে ছাত্রলীগ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সন্ত্রসী, দখলদারি, হামলা, ধর্ষণ, টেন্ডারবাজি করেই আসছে। এরপরও তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠন বলে দাবি করে। এমন রাজত্ব স্বাধীন বাংলাদেশের চিত্র হতে পারে না। আমরা যারা এ প্রজন্মের সৈনিক এবং স্বাধীনতায় বিশ্বাস করি তারা এসব সন্ত্রাসীর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহসভাপতি ওলিউর সান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মাহাতির মোহাম্মদ, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম, সাধারণ সম্পাদক নজির আমিন চৌধুরী জয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম, জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 

























