অাকাশ জাতীয় ডেস্ক:
বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসা নিয়ে কয়েকটি গণমাধ্যমে নেতিবাচক খবর প্রকাশ নিয়ে অবাক হয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মন্ত্রী বলেন, ‘আমার কাছে অবাক লাগে এটি নিয়ে কেন নেতিবাচক সংবাদ হবে। বরং এটি নিয়ে আমাদের গর্ব করা উচিত।’ সোমবার সচিবালয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তোফায়েল।
এই বৈঠকের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ঢাকায় আসছেন। ২৮ তারিখ ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি হবে। এর আগে আলোচনায় দেশটির কাছে শুল্কমুক্ত সুবিধা চাইবে বাংলাদেশ। এতে সফল হলে বাংলাদেশ ইন্দোনেশিয়ার বিশাল বাজার ধরতে পারবে।
বাণিজ্যমন্ত্রী এ সময় বাংলাদেশের স্বল্পোন্নত বা এলডিসি দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্তি নিয়েও কথা বলেন। জানান, এই প্রক্রিয়া আগামী মার্চ থেকেই শুরু হবে। ২০২১ বাংলাদেশ উন্নয়নশীল দেশ হবে। আর এটি কার্যকর হবে ২০২৪ সালে।
তবে একটি ইংরেজি এবং একটি বাংলা দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়েছে, এই উত্তরণ বাংলাদেশের জন্য লাভবান নাও হতে পারে। ওই খবরে দাবি, করা হয়েছে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলে বাংলাদেশ যে সুযোগ সুবিধা পায় সেটা বন্ধ হয়ে যাবে এবং এর প্রভাব পড়বে অর্থনীতিতে।
তোফায়েল বলেন, ‘এটা আমাদের অর্জনের খবর। অথচ এটা নিয়ে সমালোচনা হচ্ছে। এটি নিয়ে পত্রিকার নেতিবাচক প্রতিবেদনে আমি হতবাক হয়েছি।’ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের নাম উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অনেকে বলছেন আমাদের প্রবৃদ্ধি কমে যাবে। এটা আমি বিশ্বাস করি না।’
মন্ত্রী বলেন, ‘আজকে আমাদের মন্ত্রিপরিষদ মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি এটি আমাদের গর্ব। আমরা অনেক উন্নয়নশীল দেশ থেকে ভাল অবস্থানে আছি। পাকিস্তান থেকে আমরা অনেক সূচকে এগিয়ে আছি। কোনো কোনো ক্ষেত্রে ভারত থেকে আমরা এগিয়ে আছি।’
‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হতে তিনটি সূচকে ভাল অগ্রগতি লাগে। তিনটি সূচকেই আমরা এগিয়ে আছি। পত্রিকার খবরে বলা হয়েছে এই উত্তরণের ফলে আমাদের রপ্তানি কমে যাবে। কিন্তু আমরা মনে করি ২০২১ সালে রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলারে উন্নীত হবে।’
আমরা উন্নয়নশীল দেশ হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশাল সংবর্ধনা’ দেয়ার কথাও জানান তোফায়েল। বলেন, ‘আমরা যে বীরের জাতি সেটি আবারও প্রমাণিত হবে।’
এ সময় রবিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যেরও প্রতিক্রিয়া দেন তোফায়েল। নয়াপল্টনে এক আলোচনায় সরকারকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, ‘আপনারা ভোট দিতে ভয় পাচ্ছেন কেন। সুষ্ঠু নির্বাচন হলে আপনারাই ৮ শতাংশ ভোটও পাবেন না।’
এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তোফায়েল বলেন, ‘মির্জা ফখরুল গতকাল বলেছেন ভোট হলে নাকি আওয়ামী লীগ ৮ শতাংশ ভোট পাবে। আর তারা পাবে ৮০ শতাংশ। ফখরুলের এমন বক্তব্যে উপহাস করা ছাড়া আর কিছু করার নেই।’
আকাশ নিউজ ডেস্ক 

























