অাকাশ জাতীয় ডেস্ক:
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের হিমঘরের সব ফ্রিজ ১০ দিন ধরে বিকল রয়েছে। ফলে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে সেখানে থাকা লাশগুলো।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ফ্রিজগুলো বেশ কিছুদিন ধরে অচল হয়ে পড়েছে। লাশগুলো পচে যাওয়ায় কয়েকটি লাশ আর শনাক্তই করা যাচ্ছে না। ফ্রিজগুলো সচল করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া দীর্ঘ ৩ বছর ধরে পড়ে থাকা ৪টি লাশের বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে জেলা প্রশাসন ও পুলিশকে। কিন্তু কোনো পক্ষই এ নিয়ে কোনো সাড়া দেননি। হাসপাতালের উপপরিচালক ডা.শফিকুল ইসলাম জানান, এর আগেও গত বছরের জুলাই মাসে হিমঘরের ফ্রিজগুলো বেশ কিছুদিন বিকল ছিল। অনেক তদবিরের পর সেগুলো সচল হলেও আবারও বিকল হয়ে গেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























