অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পেছনের গেটের বিপরীতে সাবেক প্রেমিককে ছুরিকাঘাতকারী লাভলী ইয়াসমিন মিতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম একেএম মঈদ উদ্দিন সিদ্দিকী এ আদেশ দেন। লাভলীর আইনজীবী নজরুল ইসলাম সরদার তার পক্ষে জামিন শুনানি করেন।
তিনি বলেন, সাবেক প্রেমিক আলামিন দুই বছর ধরে লাভলীকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করতেন। তিনি ইডেন কলেজের মাস্টার্সের ছাত্রী। উত্ত্যক্তের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। অন্যদিকে আলামিনের আইনজীবী লাভলীর জামিন আবেদন নামঞ্জুর করার আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার লাভলীকে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে লাভলীকে হাজির করে পুলিশ। ওই দিন শাহবাগ থানায় করা হত্যাচেষ্টা মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
গত বুধবার সন্ধ্যায় আলামিনকে ছুরিকাঘাত করেন লাভলী। আল আমিনের বন্ধু রাজু জানায়, আল আমিন চকবাজার ইসলামবাগ এলাকায় থাকে। পেশায় প্লাস্টিক ব্যবসায়ী। লাভলী নামে এক তরুণীর সঙ্গে আলামিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছু দিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।
ঘটনার পর শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, ৫-৬ বছর ধরে লাভলীর সঙ্গে আলামিনের প্রেম ছিল।
আকাশ নিউজ ডেস্ক 





















