ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

যুক্তরাষ্ট্রের প্রশাসনে অচলাবস্থা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুই পক্ষ। নিজেদের রাজনৈতিক অবস্থানে অনড় রিপাবলিকান ও ডেমোক্র্যাট, দুই দলই। প্রকাশ্যে বোঝাপড়া তো দূরের কথা, ‘শাট ডাউন’-এর প্রথম দিনে একে অপরকে দুষেই গেলেন তারা।

গতকাল রবিবার দিনভর ‘অভিমানী’ টুইট করে গেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—‘বর্ষপূর্তিতে ডেমোক্র্যাটরা আমায় ভালোই উপহার দিলেন।’

বাজেটে অর্থ বরাদ্দ-সংক্রান্ত একটি বিল মার্কিন সিনেটে আটকে যাওয়ায় এই পরিস্থিতি হয়।

শুক্রবার গভীর রাতে আইনসভার উচ্চকক্ষ অর্থাৎ সেনেটে টেম্পোরারি স্পেন্ডিং বিল পেশ করেন ট্রাম্প। কিন্তু ভোটাভুটিতে প্রয়োজনীয় ৬০টি সমর্থন ছিনিয়ে নিতে পারেননি তিনি। তাতেই রাতারাতি তালা পড়েছে মার্কিন রাজকোষে। জাতীয় সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত পরিষেবা ছাড়া সব দপ্তরের কাজ স্তব্ধ হয়ে গিয়েছে।

কিন্তু প্রশাসনের কর্তাব্যক্তিরা জানাচ্ছেন, এর আসল প্রভাব টের পাওয়া যাবে সোমবার, সপ্তাহের প্রথম দিনেই। সরকারি কর্মীরা অফিস যেতে পারবেন না। বিনা বেতনে বাড়িতে বসে থাকতে হবে। জরুরী পরিষেবা বহাল থাকলেও বাহিনীর একাংশ বেতন পাবেন না, যত ক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে।

এরই মধ্যে সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাকনেল রবিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ভোটের উদ্যোগ গ্রহণ করেন। তিনি বলেন, ‘আশ্বাস দিচ্ছি, পথ মিলবে।’

তবে আজ আর সেই ভোটগ্রহণ হয়নি।ডেমোক্র্যাট দলের সিনেট সদস্য চুক সিউমারের বিরোধীতায় তা বাতিল হয়ে যায়।

সিনেটর চুক বলেন, ‘আমরা এখনো উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য কোনো সমাধানে আসতে পারি নাই।’

সোমবার দুপুর পর্যন্ত ভোট স্থগিতের অর্থ হলো আগামী সপ্তাহে মার্কিন ফেডারেল সরকারের অনেক কাজই বন্ধ থাকবে।

গত শনিবার বর্ষপূর্তি উপলক্ষে ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে পার্টি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু উৎসব করার বদলে তিনি টুইটারেই ব্যস্ত ছিলেন। লিখেছেন, ‘বেআইনি অভিবাসীদের নিয়ে ডেমোক্র্যাটদের খুব মাথাব্যথা। অথচ সেনাবাহিনী বা দেশের নিরাপত্তা নিয়ে ওদের চিন্তা নেই।’

এই নিয়ে ১৯৯০ সাল থেকে চার বার ‘শাট ডাউন’ হল যুক্তরাষ্ট্র। শেষ বার হয়েছিল ২০১৩ সালে। ৮ লাখেরও বেশি সরকারি কর্মীকে সাময়িকভাবে চাকরি থেকে বসিয়ে দেয়া হয়েছিল সেই বছর।

‘পরিস্থিতি ভয়ের মতোই। কিন্তু ধৈর্য ধরা ছাড়া উপায় কী’- বললেন এক সরকারি কর্মী নোয়েল জল।

বছর পঞ্চাশের নোয়েল ২০১৩ সালে বারাক ওবামার জমানাতেও ‘শাট ডাউন’ কী, দেখে এসেছেন। তবে বললেন, ‘এ বার পরিস্থিতি আরও খারাপ।’

একই সুর শোনা গিয়েছে সেনেটর চাক শুমারের গলায়।বলেছেন, ‘ট্রাম্প কখন কী করবেন, বোঝা মুশকিল। তাই ওকে বুঝিয়ে রাজি করা এক প্রকার অসম্ভব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের প্রশাসনে অচলাবস্থা

আপডেট সময় ০২:৩৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুই পক্ষ। নিজেদের রাজনৈতিক অবস্থানে অনড় রিপাবলিকান ও ডেমোক্র্যাট, দুই দলই। প্রকাশ্যে বোঝাপড়া তো দূরের কথা, ‘শাট ডাউন’-এর প্রথম দিনে একে অপরকে দুষেই গেলেন তারা।

গতকাল রবিবার দিনভর ‘অভিমানী’ টুইট করে গেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—‘বর্ষপূর্তিতে ডেমোক্র্যাটরা আমায় ভালোই উপহার দিলেন।’

বাজেটে অর্থ বরাদ্দ-সংক্রান্ত একটি বিল মার্কিন সিনেটে আটকে যাওয়ায় এই পরিস্থিতি হয়।

শুক্রবার গভীর রাতে আইনসভার উচ্চকক্ষ অর্থাৎ সেনেটে টেম্পোরারি স্পেন্ডিং বিল পেশ করেন ট্রাম্প। কিন্তু ভোটাভুটিতে প্রয়োজনীয় ৬০টি সমর্থন ছিনিয়ে নিতে পারেননি তিনি। তাতেই রাতারাতি তালা পড়েছে মার্কিন রাজকোষে। জাতীয় সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত পরিষেবা ছাড়া সব দপ্তরের কাজ স্তব্ধ হয়ে গিয়েছে।

কিন্তু প্রশাসনের কর্তাব্যক্তিরা জানাচ্ছেন, এর আসল প্রভাব টের পাওয়া যাবে সোমবার, সপ্তাহের প্রথম দিনেই। সরকারি কর্মীরা অফিস যেতে পারবেন না। বিনা বেতনে বাড়িতে বসে থাকতে হবে। জরুরী পরিষেবা বহাল থাকলেও বাহিনীর একাংশ বেতন পাবেন না, যত ক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে।

এরই মধ্যে সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাকনেল রবিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ভোটের উদ্যোগ গ্রহণ করেন। তিনি বলেন, ‘আশ্বাস দিচ্ছি, পথ মিলবে।’

তবে আজ আর সেই ভোটগ্রহণ হয়নি।ডেমোক্র্যাট দলের সিনেট সদস্য চুক সিউমারের বিরোধীতায় তা বাতিল হয়ে যায়।

সিনেটর চুক বলেন, ‘আমরা এখনো উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য কোনো সমাধানে আসতে পারি নাই।’

সোমবার দুপুর পর্যন্ত ভোট স্থগিতের অর্থ হলো আগামী সপ্তাহে মার্কিন ফেডারেল সরকারের অনেক কাজই বন্ধ থাকবে।

গত শনিবার বর্ষপূর্তি উপলক্ষে ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে পার্টি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু উৎসব করার বদলে তিনি টুইটারেই ব্যস্ত ছিলেন। লিখেছেন, ‘বেআইনি অভিবাসীদের নিয়ে ডেমোক্র্যাটদের খুব মাথাব্যথা। অথচ সেনাবাহিনী বা দেশের নিরাপত্তা নিয়ে ওদের চিন্তা নেই।’

এই নিয়ে ১৯৯০ সাল থেকে চার বার ‘শাট ডাউন’ হল যুক্তরাষ্ট্র। শেষ বার হয়েছিল ২০১৩ সালে। ৮ লাখেরও বেশি সরকারি কর্মীকে সাময়িকভাবে চাকরি থেকে বসিয়ে দেয়া হয়েছিল সেই বছর।

‘পরিস্থিতি ভয়ের মতোই। কিন্তু ধৈর্য ধরা ছাড়া উপায় কী’- বললেন এক সরকারি কর্মী নোয়েল জল।

বছর পঞ্চাশের নোয়েল ২০১৩ সালে বারাক ওবামার জমানাতেও ‘শাট ডাউন’ কী, দেখে এসেছেন। তবে বললেন, ‘এ বার পরিস্থিতি আরও খারাপ।’

একই সুর শোনা গিয়েছে সেনেটর চাক শুমারের গলায়।বলেছেন, ‘ট্রাম্প কখন কী করবেন, বোঝা মুশকিল। তাই ওকে বুঝিয়ে রাজি করা এক প্রকার অসম্ভব।’