অাকাশ জাতীয় ডেস্ক:
সিলেট নগরীর একটি হোটেল থেকে এক প্রেমিক যুগলের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১০টায় সোবহানীঘাটের হোটেল মেহেরপুরের ২০৬ নম্বর কক্ষ থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুরের মতিলাল দেবের ছেলে মিন্টু দেব (২৭) ও জৈন্তাপুরের নিজপাট এলাকার মিলন পালের মেয়ে রুমি পাল (২৫) ।
কোতয়ালী থানার ওসি গৌসুল হোসেন জানান, বেলা ১১টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠেন মিন্টু ও রুমি। সন্ধ্যায় রুমির মোবাইল থেকে তিনি আত্মহত্যা করছেন বলে ভগ্নিপতির কাছে এসএমএস পাঠালে তারা বিষয়টি পুলিশকে জানান।
পুলিশ হোটেলের কক্ষের দরজা ভেঙে বিছানায় রুমির মরদেহ ও ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিন্টুর মরদেহ দেখতে পায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি জানান, পুলিশের ধারণা মেয়েটিকে গলাটিপে হত্যা করে ছেলেটি আত্মহত্যা করেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























