অাকাশ জাতীয় ডেস্ক:
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সম্মানসূচক ‘ডিলিট’ ডিগ্রি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে ডিলিট ডিগ্রি প্রদান করা হয়।
এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছান প্রণব মুখার্জি। এসময় তাকে স্বাগত জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চৌধুরী, চট্টগ্রাম পুলিশ কমিশনার ইকবাল বাহার চৌধুরী, ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জিসহ আরও অনেকে।
বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা শেষে ভারতের সাবেক এ রাষ্ট্রপতি রেডিসন ব্লু হোটেলের পথে রওনা দেন। সেখান থেকে দুপুর ১২টায় চট্টগ্রাম বিশ্ববদ্যালয়ে ডি-লিট ডিগ্রি প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ে মধ্যাহ্ন ভোজ শেষে ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ মাস্টারদা সূর্যসেনের জন্মস্থান রাউজানের উদ্দেশে রওনা হবেন প্রণব। রাউজানের নোয়াপাড়ায় সূর্যসেনের পৈত্রিক ভিটায় যাওয়ার পর রাউজান কলেজের কাছে মুন্সির ঘাটা এলাকায় সূর্যসেনের ভাস্কর্যে সম্মান জানানোর কথা রয়েছে তার।
বিকেলে রাউজান থেকে নগরীতে ফিরবেন প্রণব। এরপর রাতে চট্টগ্রামের পাঁচ তারকা র্যাডিসন হোটেলে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৫১২তম সিন্ডিকেট সভায় প্রণব মুখার্জিকে সম্মানসূচক ‘ডিলিট’ ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আকাশ নিউজ ডেস্ক 





















