ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

ইতিহাসের এই দিনে, ১৬ জানুয়ারি

অাকাশ ইতিহাস ডেস্ক:

আজ (মঙ্গলবার) ১৬ জানুয়ারি’২০১৮

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে দৈনিক আকাশের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১৬ জানুয়ারি, ২০১৮, মঙ্গলবার। ৩রা মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

নবাব স্যার সলিমুল্লাহ’র মৃত্যু

মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, সমাজসেবক নবাব স্যার সলিমুল্লাহ ১৯১৫ সালের এ দিনে ইহলোক ত্যাগ করেন। ১৮৬৬ সালে ঢাকার আহসান মঞ্জিলে তার জন্ম। নবাব পরিবারের সদস্যদের মধ্যে তিনিই প্রথম রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সঙ্গীয় মুসলমান শিক্ষা, সংস্কৃতি, শিল্পে উন্নতির লক্ষ্যে তার অবদান অনেক।
বিদেশী শিক্ষকদের তত্ত্বাবধানে তিনি গৃহে শিক্ষা লাভ করেছেন। কর্মজীবনে কিছুদিন ডেপুটি ম্যাজিষ্ট্রেটের চাকরি করেছেন। ১৯০১ সালে পিতার মৃত্যুর পর পরিবারের প্রধান হিসেবে নবাব নিযুক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রধান উদ্যোক্তা তিনি। আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল, কলেজ (পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়- বুয়েট) এর প্রতিষ্ঠাতাও তিনি। তার আন্দোলনের ফলে সরকার শিক্ষা বিভাগে মুসলমানদের জন্যে সহকারী পরিদর্শক ও বিশেষ সাব ইন্সপেক্টর পদ সৃষ্টি করে। মুসলমানদের অবস্থার উন্নতিকল্পে ব্রিটিশ সরকারের কাছে বঙ্গবিভাগের দাবি উপস্থাপন করেন। বলা হয়ে থাকে তার একক প্রচেষ্টাতেই তদানীন্তন বড়লাট কার্জন ১৯০৫ সালে বঙ্গভঙ্গ মেনে নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে প্রভাবশালী হিন্দু সমাজ ও কংগ্রেসের চাপে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রহিত হয়ে যায়। এতে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন নবাব সলিমুল্লাহ। ওই মানসিক আঘাত তাকে অসুস্থ করে তোলে। নবাব সলিমুল্লাহ’র স্মৃতি রক্ষার্থে রয়েছে সলিমুল্লাহ এতিমখানা, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, সলিমুল্লাহ কলেজ, সলিমুল্লাহ হল ইত্যাদি।

যুক্তরাষ্ট্র কর্তৃক মেক্সিকোর মধ্যে যুদ্ধের সূচনা

১৮৪৬ সালের এ দিনে যুক্তরাষ্ট্র কর্তৃক মেক্সিকো আক্রমণের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধ দুই বছর স্থায়ী হয়েছিলো। যুক্তরাষ্ট্র থেকে আগত শরণার্থীদের অত্যাচার করা হচ্ছে এই অজুহাত তুলে যুক্তরাস্ট্র কর্তৃক মেক্সিকোর বিরুদ্ধে হামলা চালানো হয়েছিলো। প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র মেক্সিকোর কিছু অংশ অর্থাৎ টেক্সাসকে দখল করার জন্য এই হামলা করেছিলো। এই অসম যুদ্ধের পরিণতিতে যুক্তরাষ্ট্র টেক্সাস, ক্যালিফোর্ণিয়া, নেভাদা. ইউটা, অ্যারিজোয়ানা এবং নিউ মেক্সিকো দখল করে নেয়।

আর্তোর তুসকানি পরলোকগমন

১৯৫৭ সালের এ দিনে ইতালির খ্যাতনামা সঙ্গীতজ্ঞ আর্তোর তুসকানি পরলোকগমন করেছিলেন। ১৮৬৭ সালের ২৫ শে মার্চ তার জন্ম হয়েছিলো এবং কিশোর বয়স থেকেই তিনি সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন। উনিশ এবং বিশ শতকের অন্যতম সেরা সঙ্গীতজ্ঞ তুসকানির স্মরণশক্তি ছিলো প্রবাদ তুল্য একই সাথে সঙ্গীতের খুটিনাটি জিনিসের প্রতি নিখুত ভাবে মনসংযোগ করতে পারতেন এবং অতি সামান্য ত্রুটিও তার কান এড়িয়ে যেতে পারত না। তা ছাড়া তিনি সব সময় আরো ভালো করার চেষ্টা চালিয়ে যেতেন। অর্কেস্টার কন্ডাক্টর হিসেবে তার সূচনাটি ছিলো নাটকীয়। ব্রাজিলে তার দল অর্কেস্টা পরিবেশনের সময় দর্শকদের ধিক্কারের মুখে অর্কেস্টার কন্ডাক্টরকে মঞ্চ ত্যাগ করতে হয়। সে সময় এক রকম বাধ্য হয়েই তুসকানি কন্ডাক্টরের ছড়ি নিজ হাতে তুলে নেন। তিনি এর আগে কখনো অর্কেষ্টা পরিচালনার দায়িত্ব পালন করেন নি। কিন্তু নিজের অসাধারণ স্মৃতিশক্তির গুণে এ কাজটি নিখুঁতভাবে শেষ করেন। আর এ ভাবে মাত্র ১৯ বছর বয়সে তুসকানি কন্ডাক্টরের দায়িত্ব পালন করা শুরু করেন।

প্রথম পারস্য উপসাগরীয় যুদ্ধ সূচনা

১৯৯১ সালের এ দিনে প্রথম পারস্য উপসাগরীয় যুদ্ধের সূচনা হয়। দখলদার ইরাকি বাহিনীকে কুয়েত ত্যাগ করার যে সময় সীমা জাতিসংঘ বেঁধে দিয়েছিলো মধ্যরাতে তা শেষ হয় এবং সউদি আরবের ঘাটি থেকে মার্কিন এবং বৃটিশ বিমানগুলো ইরাকে হামলা করার জন্য উড্ডয়ন করে। আর এ ভাবেই অপারেশন ডের্জাট স্টর্ম নামে ইরাকের বিরুদ্ধে সেনাঅভিযান শুরু হয়। ইরাকের বিরুদ্ধে এই অভিযানে ৩২ দেশের বাহিনী যোগ দিয়েছিলো। তবে এই সম্মিলিত হামলার বিরুদ্ধে ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম হোসেনের বাহিনী কিছু স্কাড ক্ষেপণাস্ত্র ছোড়া ছাড়া তেমন কিছুই করতে পারেনি। অপারেশন ডের্জাট স্টর্মের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়।

এডলফ হিটলার ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় গ্রহণ করেন

১৯৪৫ সালের এ দিনে এডলফ হিটলার ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় গ্রহণ করেন। এর পর দ্বিতীয় মহাযুদ্ধের বাকি ১০৫ দিনের বেশির ভাগ সময়ই তিনি তার এই আশ্রয় কেন্দ্রে অতিবাহিত করেছিলেন। বার্লিনে হিটলারের সদর দফতরের ৪৮ ফুট নিচে এই বাংকার তৈরি করা হয়েছিলো। এতে ১৮টি ছোট ছোট স্বয়ং সর্ম্পূন্ন কক্ষ ছিলো। প্রতি কক্ষের নিজস্ব পানি এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ছিলো। বাংকারে থাকার সময় হিটলারের সাথে নাৎসী শীর্ষ স্থানীয় নেতা হারম্যান গোয়েরিং, হেনরিক হিমলার এবং ভন রিবেনট্রপ কেবল সাক্ষাৎ করতে পারতেন। এই বাংকারেই হিটলার দীর্ঘ দিনের সাথী ইভা ব্রাউনকে বিয়ে করেন। অগ্রসরমান রাশিয়ার সৈন্যবাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হিটলারের সুহৃদরা তাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু হিটলার পলায়ন না করে বিবাহের মাত্র কয়েক ঘন্টা পর ইভা ব্রাউন সহ আত্মহত্যা করেন।

  • তৃতীয় আবদুর রহমান কর্ডোভার প্রথম খলিফা পদে অধিষ্ঠিত (৯২৯)
  • ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্স ও হল্যান্ডের যুদ্ধ ঘোষণা (১৬৬৬)
  • কলকাতায় প্রথম ঘৌড়দৌড় শুরু (১৭৬৮)
  • সংবিধান বাতিলের জন্য ডেনমার্ককে অস্ট্রিয়া ও প্রশিয়ার চরমপত্র (১৮৬৪)
  • মুসলিম লীগ প্রতিষ্ঠা (১৯০৬)
  • লীগ অব নেশন্সের প্রথম সভা অনুষ্ঠিত (১৯২০)
  • কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার (১৯২২)
  • নাইজেরিয়ায় সামরিক শাসক জেনারেল আগুইয়ি’র ক্ষমতা গ্রহণ (১৯৬৬)
  • যুক্তরাষ্ট্র-দক্ষিণ ভিয়েতনামের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা (১৯৭৩)
  • আন্দোলনের মুখে ইরান থেকে রেজা শাহ পাহলভীর পলায়ন (১৯৭৯)
  • সিয়েরা লিওনে অভ্যুত্থান। সামরিক শাসক ক্যাপ্টেন ভ্যালেইন্টন অপসারিত (১৯৯৬)
  • রিকার্ডো লাগোস চিলির প্রথম সমাজবাদী প্রেসিডেন্ট নির্বাচিত (২০০০)
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

ইতিহাসের এই দিনে, ১৬ জানুয়ারি

আপডেট সময় ০২:২০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮

অাকাশ ইতিহাস ডেস্ক:

আজ (মঙ্গলবার) ১৬ জানুয়ারি’২০১৮

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে দৈনিক আকাশের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১৬ জানুয়ারি, ২০১৮, মঙ্গলবার। ৩রা মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

নবাব স্যার সলিমুল্লাহ’র মৃত্যু

মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, সমাজসেবক নবাব স্যার সলিমুল্লাহ ১৯১৫ সালের এ দিনে ইহলোক ত্যাগ করেন। ১৮৬৬ সালে ঢাকার আহসান মঞ্জিলে তার জন্ম। নবাব পরিবারের সদস্যদের মধ্যে তিনিই প্রথম রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সঙ্গীয় মুসলমান শিক্ষা, সংস্কৃতি, শিল্পে উন্নতির লক্ষ্যে তার অবদান অনেক।
বিদেশী শিক্ষকদের তত্ত্বাবধানে তিনি গৃহে শিক্ষা লাভ করেছেন। কর্মজীবনে কিছুদিন ডেপুটি ম্যাজিষ্ট্রেটের চাকরি করেছেন। ১৯০১ সালে পিতার মৃত্যুর পর পরিবারের প্রধান হিসেবে নবাব নিযুক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রধান উদ্যোক্তা তিনি। আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল, কলেজ (পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়- বুয়েট) এর প্রতিষ্ঠাতাও তিনি। তার আন্দোলনের ফলে সরকার শিক্ষা বিভাগে মুসলমানদের জন্যে সহকারী পরিদর্শক ও বিশেষ সাব ইন্সপেক্টর পদ সৃষ্টি করে। মুসলমানদের অবস্থার উন্নতিকল্পে ব্রিটিশ সরকারের কাছে বঙ্গবিভাগের দাবি উপস্থাপন করেন। বলা হয়ে থাকে তার একক প্রচেষ্টাতেই তদানীন্তন বড়লাট কার্জন ১৯০৫ সালে বঙ্গভঙ্গ মেনে নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে প্রভাবশালী হিন্দু সমাজ ও কংগ্রেসের চাপে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রহিত হয়ে যায়। এতে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন নবাব সলিমুল্লাহ। ওই মানসিক আঘাত তাকে অসুস্থ করে তোলে। নবাব সলিমুল্লাহ’র স্মৃতি রক্ষার্থে রয়েছে সলিমুল্লাহ এতিমখানা, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, সলিমুল্লাহ কলেজ, সলিমুল্লাহ হল ইত্যাদি।

যুক্তরাষ্ট্র কর্তৃক মেক্সিকোর মধ্যে যুদ্ধের সূচনা

১৮৪৬ সালের এ দিনে যুক্তরাষ্ট্র কর্তৃক মেক্সিকো আক্রমণের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধ দুই বছর স্থায়ী হয়েছিলো। যুক্তরাষ্ট্র থেকে আগত শরণার্থীদের অত্যাচার করা হচ্ছে এই অজুহাত তুলে যুক্তরাস্ট্র কর্তৃক মেক্সিকোর বিরুদ্ধে হামলা চালানো হয়েছিলো। প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র মেক্সিকোর কিছু অংশ অর্থাৎ টেক্সাসকে দখল করার জন্য এই হামলা করেছিলো। এই অসম যুদ্ধের পরিণতিতে যুক্তরাষ্ট্র টেক্সাস, ক্যালিফোর্ণিয়া, নেভাদা. ইউটা, অ্যারিজোয়ানা এবং নিউ মেক্সিকো দখল করে নেয়।

আর্তোর তুসকানি পরলোকগমন

১৯৫৭ সালের এ দিনে ইতালির খ্যাতনামা সঙ্গীতজ্ঞ আর্তোর তুসকানি পরলোকগমন করেছিলেন। ১৮৬৭ সালের ২৫ শে মার্চ তার জন্ম হয়েছিলো এবং কিশোর বয়স থেকেই তিনি সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন। উনিশ এবং বিশ শতকের অন্যতম সেরা সঙ্গীতজ্ঞ তুসকানির স্মরণশক্তি ছিলো প্রবাদ তুল্য একই সাথে সঙ্গীতের খুটিনাটি জিনিসের প্রতি নিখুত ভাবে মনসংযোগ করতে পারতেন এবং অতি সামান্য ত্রুটিও তার কান এড়িয়ে যেতে পারত না। তা ছাড়া তিনি সব সময় আরো ভালো করার চেষ্টা চালিয়ে যেতেন। অর্কেস্টার কন্ডাক্টর হিসেবে তার সূচনাটি ছিলো নাটকীয়। ব্রাজিলে তার দল অর্কেস্টা পরিবেশনের সময় দর্শকদের ধিক্কারের মুখে অর্কেস্টার কন্ডাক্টরকে মঞ্চ ত্যাগ করতে হয়। সে সময় এক রকম বাধ্য হয়েই তুসকানি কন্ডাক্টরের ছড়ি নিজ হাতে তুলে নেন। তিনি এর আগে কখনো অর্কেষ্টা পরিচালনার দায়িত্ব পালন করেন নি। কিন্তু নিজের অসাধারণ স্মৃতিশক্তির গুণে এ কাজটি নিখুঁতভাবে শেষ করেন। আর এ ভাবে মাত্র ১৯ বছর বয়সে তুসকানি কন্ডাক্টরের দায়িত্ব পালন করা শুরু করেন।

প্রথম পারস্য উপসাগরীয় যুদ্ধ সূচনা

১৯৯১ সালের এ দিনে প্রথম পারস্য উপসাগরীয় যুদ্ধের সূচনা হয়। দখলদার ইরাকি বাহিনীকে কুয়েত ত্যাগ করার যে সময় সীমা জাতিসংঘ বেঁধে দিয়েছিলো মধ্যরাতে তা শেষ হয় এবং সউদি আরবের ঘাটি থেকে মার্কিন এবং বৃটিশ বিমানগুলো ইরাকে হামলা করার জন্য উড্ডয়ন করে। আর এ ভাবেই অপারেশন ডের্জাট স্টর্ম নামে ইরাকের বিরুদ্ধে সেনাঅভিযান শুরু হয়। ইরাকের বিরুদ্ধে এই অভিযানে ৩২ দেশের বাহিনী যোগ দিয়েছিলো। তবে এই সম্মিলিত হামলার বিরুদ্ধে ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম হোসেনের বাহিনী কিছু স্কাড ক্ষেপণাস্ত্র ছোড়া ছাড়া তেমন কিছুই করতে পারেনি। অপারেশন ডের্জাট স্টর্মের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়।

এডলফ হিটলার ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় গ্রহণ করেন

১৯৪৫ সালের এ দিনে এডলফ হিটলার ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় গ্রহণ করেন। এর পর দ্বিতীয় মহাযুদ্ধের বাকি ১০৫ দিনের বেশির ভাগ সময়ই তিনি তার এই আশ্রয় কেন্দ্রে অতিবাহিত করেছিলেন। বার্লিনে হিটলারের সদর দফতরের ৪৮ ফুট নিচে এই বাংকার তৈরি করা হয়েছিলো। এতে ১৮টি ছোট ছোট স্বয়ং সর্ম্পূন্ন কক্ষ ছিলো। প্রতি কক্ষের নিজস্ব পানি এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ছিলো। বাংকারে থাকার সময় হিটলারের সাথে নাৎসী শীর্ষ স্থানীয় নেতা হারম্যান গোয়েরিং, হেনরিক হিমলার এবং ভন রিবেনট্রপ কেবল সাক্ষাৎ করতে পারতেন। এই বাংকারেই হিটলার দীর্ঘ দিনের সাথী ইভা ব্রাউনকে বিয়ে করেন। অগ্রসরমান রাশিয়ার সৈন্যবাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হিটলারের সুহৃদরা তাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু হিটলার পলায়ন না করে বিবাহের মাত্র কয়েক ঘন্টা পর ইভা ব্রাউন সহ আত্মহত্যা করেন।

  • তৃতীয় আবদুর রহমান কর্ডোভার প্রথম খলিফা পদে অধিষ্ঠিত (৯২৯)
  • ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্স ও হল্যান্ডের যুদ্ধ ঘোষণা (১৬৬৬)
  • কলকাতায় প্রথম ঘৌড়দৌড় শুরু (১৭৬৮)
  • সংবিধান বাতিলের জন্য ডেনমার্ককে অস্ট্রিয়া ও প্রশিয়ার চরমপত্র (১৮৬৪)
  • মুসলিম লীগ প্রতিষ্ঠা (১৯০৬)
  • লীগ অব নেশন্সের প্রথম সভা অনুষ্ঠিত (১৯২০)
  • কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার (১৯২২)
  • নাইজেরিয়ায় সামরিক শাসক জেনারেল আগুইয়ি’র ক্ষমতা গ্রহণ (১৯৬৬)
  • যুক্তরাষ্ট্র-দক্ষিণ ভিয়েতনামের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা (১৯৭৩)
  • আন্দোলনের মুখে ইরান থেকে রেজা শাহ পাহলভীর পলায়ন (১৯৭৯)
  • সিয়েরা লিওনে অভ্যুত্থান। সামরিক শাসক ক্যাপ্টেন ভ্যালেইন্টন অপসারিত (১৯৯৬)
  • রিকার্ডো লাগোস চিলির প্রথম সমাজবাদী প্রেসিডেন্ট নির্বাচিত (২০০০)