ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

৪০ দিন পর সূর্যের আলো দেখল রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

২০১৮ সালে প্রথম বারের মতন সূর্যের মুখ দেখলো রাশিয়া। বলতে গেলে ৪০ দিন পর প্রথম সূর্যোদয় সেখানে। এতোদিন অন্ধকারে আচ্ছন্ন ছিলো দেশটির উত্তর অংশ। তাই সূর্যের আলো নয়, বরং রাতের আঁধার দিয়েই নতুন বছরের প্রথম দিনটিকে বরন করে নিয়েছিলো উত্তর রাশিয়ার মানুষজন।

নতুন বছরের শুরু থেকে টানা ৪০ দিন পার করে অবশেষে গেল শুক্রবার ২০১৮ সালের প্রথম সূর্যোদয় দেখল স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন পর শীতকালীন আকাশে ‘সূর্যমামা’কে দেখে রীতিমত উৎসবে মেতেছে রাশিয়ার এ অঞ্চলের মানুষজন। লোকজন বেশ হৈ-হুল্লোড়েও মাতেন বছরের প্রথম সূর্যোদয় দেখার পর।

রোমাঞ্চকর সময়টা উপভোগ করতে স্থানীয়রা ছুটে আসেন খোলামেলা এবং উঁচু জায়গায়। সেলফি তোলাও বাদ যায়নি। তবে সবাইকে চমকে দিয়ে মাত্র ৩০ মিনিট থেকেই নিভে যায় সূর্যের আলো। আবার নেমে আসে রাতের আঁধার।

এটি প্রকৃতির একটা নিয়ম, বিজ্ঞানের ভাষায়, একে ‘পোলার নাইট’ বলা হয়। এর প্রভাবে আর্কটিক বৃত্তের মধ্যে থাকা অঞ্চলগুলি ২৪ ঘণ্টার বেশি সময় পুরোপুরি অন্ধকারে ছেয়ে যায়। রাশিয়ার আর্কটিক পোর্ট ‘মুরমানস্কে’ দেখানো হয়েছে, ডিসেম্বরের ২তারিখ থেকে জানুয়ারির ১১ তারিখ পর্যন্ত ৪০ দিন রাশিয়ার অঞ্চলটি সূর্যের আলো দেখা যাবে না।

যে কারণে দিনটি আসার আগে সবার আলাদাভাবে প্রস্তুতি সেরে পেলেন। ‘পোলার নাইট’ এবং নতুন বছরের সূর্যোদয় ঐতিহ্যগতভাবে অবলোকন করে থাকে তারা। শহরের সবচেয়ে উঁচু পর্বত ‘সোলোঞ্চিয়া গোর্কা’ রুশ ভাষায় যেটি সানি হিল নামে পরিচিত। ওই পাহাড়ে দাড়িয়ে বছরের প্রথম সূর্যোদয়কে স্বাগত জানায় উত্তর রাশিয়ার অসংখ্য মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪০ দিন পর সূর্যের আলো দেখল রাশিয়া

আপডেট সময় ০৩:০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

২০১৮ সালে প্রথম বারের মতন সূর্যের মুখ দেখলো রাশিয়া। বলতে গেলে ৪০ দিন পর প্রথম সূর্যোদয় সেখানে। এতোদিন অন্ধকারে আচ্ছন্ন ছিলো দেশটির উত্তর অংশ। তাই সূর্যের আলো নয়, বরং রাতের আঁধার দিয়েই নতুন বছরের প্রথম দিনটিকে বরন করে নিয়েছিলো উত্তর রাশিয়ার মানুষজন।

নতুন বছরের শুরু থেকে টানা ৪০ দিন পার করে অবশেষে গেল শুক্রবার ২০১৮ সালের প্রথম সূর্যোদয় দেখল স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন পর শীতকালীন আকাশে ‘সূর্যমামা’কে দেখে রীতিমত উৎসবে মেতেছে রাশিয়ার এ অঞ্চলের মানুষজন। লোকজন বেশ হৈ-হুল্লোড়েও মাতেন বছরের প্রথম সূর্যোদয় দেখার পর।

রোমাঞ্চকর সময়টা উপভোগ করতে স্থানীয়রা ছুটে আসেন খোলামেলা এবং উঁচু জায়গায়। সেলফি তোলাও বাদ যায়নি। তবে সবাইকে চমকে দিয়ে মাত্র ৩০ মিনিট থেকেই নিভে যায় সূর্যের আলো। আবার নেমে আসে রাতের আঁধার।

এটি প্রকৃতির একটা নিয়ম, বিজ্ঞানের ভাষায়, একে ‘পোলার নাইট’ বলা হয়। এর প্রভাবে আর্কটিক বৃত্তের মধ্যে থাকা অঞ্চলগুলি ২৪ ঘণ্টার বেশি সময় পুরোপুরি অন্ধকারে ছেয়ে যায়। রাশিয়ার আর্কটিক পোর্ট ‘মুরমানস্কে’ দেখানো হয়েছে, ডিসেম্বরের ২তারিখ থেকে জানুয়ারির ১১ তারিখ পর্যন্ত ৪০ দিন রাশিয়ার অঞ্চলটি সূর্যের আলো দেখা যাবে না।

যে কারণে দিনটি আসার আগে সবার আলাদাভাবে প্রস্তুতি সেরে পেলেন। ‘পোলার নাইট’ এবং নতুন বছরের সূর্যোদয় ঐতিহ্যগতভাবে অবলোকন করে থাকে তারা। শহরের সবচেয়ে উঁচু পর্বত ‘সোলোঞ্চিয়া গোর্কা’ রুশ ভাষায় যেটি সানি হিল নামে পরিচিত। ওই পাহাড়ে দাড়িয়ে বছরের প্রথম সূর্যোদয়কে স্বাগত জানায় উত্তর রাশিয়ার অসংখ্য মানুষ।