ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

জজ সাহেবকে দক্ষ করবে কে: ওয়াহহাব মিঞা

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা আইনজীবীদের উদ্দেশে বলেছেন, ‘পুরানা পল্টনের বক্তৃতার মত নয়, আইনের সারমর্ম, ব্যাখ্যা সমৃদ্ধ বক্তব্য উপস্থাপন করতে হবে। তিনি আইনজীবীদের বই পড়ার পরামর্শ দিয়ে বলেন, ‘ইউ মাস্ট লার্নিং। যেমন যুদ্ধক্ষেত্রে ঢাল না থাকলে বলা হয় নিধিরাম সর্দার। উইদাউট বুক, উইদাউট নলেজ, আইনজীবীরাও তেমন।’

সমৃদ্ধ রায় পেতে হলে আইনজীবীদের আইনি দক্ষতার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘বার (আইনজীবী সমিতি) যদি সমৃদ্ধ হয়, তাহলে বেঞ্চ (আদালত) সমৃদ্ধ হয়। বার দুর্বল হলে বেঞ্চও দুর্বল হয়। কারণ জজ সাহেবকে দক্ষ করবে কে? দ্য লইয়ার্স। ইউ নট ফিট জাসেস, ইউ ক্যান’ট এক্সপেক্ট গুড জাজমেন্ট অ্যান্ড রিচ জাজমেন্ট।’

রোববার বিকালে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সপ্তাহব্যাপী বইমেলা উদ্বোধনের পূর্বে শহীদ শফিউর রহমান মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী। সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনের পরিচালনায় অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

মামলার শুনানিতে আইনজীবীদের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন,‘আজকে যখন আমরা মামলা শুনি, অনেক ল’ইয়ারই যখন কোর্টে আরগুমেন্ট করতে যান বই ছাড়া। যখন জিজ্ঞাসা করি বই কোথায়? তখন এদিকে তাকায় ওদিকে তাকায়। খুবই দুর্ভাগ্যজনক।’

তিনি বলেন, ‘সত্যিকার অর্থে নলেজ ইজ পাওয়ার। বিচারকদের কাছ থেকে (মক্কেলের পক্ষে রায়) আদায় করতে হলে, সাবমিশনের মাধ্যমই আদায় করতে হবে। এখন আপনি যদি খালি পুরানা পল্টনের মত বক্তৃতা দিলে হবে না। বক্তৃতার মধ্যে সারমর্ম থাকতে হবে। আইনের কথা থাকতে হবে। আইনের ব্যাখ্যা থাকতে হবে।’

বই কেনা ও পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে আব্দুল ওয়াহহাব মিঞা বলেন, ‘শুধু বইমেলা করলে হবে না। বই কিনতে হবে। বিচারপতি ইমান আলী ফ্রি বই দিয়েছেন। শুধু ওগুলো নেবেন না। পাশাপাশি পয়সা দিয়েও কিনবেন। টাকা দিয়ে কিনলে দরদ বেশি হবে, পড়তেও ইচ্ছে করবে।অনেকে মক্কেলকে দেখানোর জন্য বইপুস্তক রাখেন। বই কিনবেন, তবে শুধু মক্কেলকে দেখানোর জন্য নয়। বই পড়বেন। যদি ভাল উকিল হতে চান, বই পড়বেন।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, আমি যখন উকিল ছিলাম। তখন কোনো মামলার ফিস পেলেই বই কিনতাম। যদি দশ হাজার টাকা পেতাম তাহলে দুই হাজার টাকার বই কিনতাম। এভাবে বই কেনা শুরু করলে দেখবেন লাইব্রেরি রিচ হয়ে গেছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জজ সাহেবকে দক্ষ করবে কে: ওয়াহহাব মিঞা

আপডেট সময় ১০:৫৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা আইনজীবীদের উদ্দেশে বলেছেন, ‘পুরানা পল্টনের বক্তৃতার মত নয়, আইনের সারমর্ম, ব্যাখ্যা সমৃদ্ধ বক্তব্য উপস্থাপন করতে হবে। তিনি আইনজীবীদের বই পড়ার পরামর্শ দিয়ে বলেন, ‘ইউ মাস্ট লার্নিং। যেমন যুদ্ধক্ষেত্রে ঢাল না থাকলে বলা হয় নিধিরাম সর্দার। উইদাউট বুক, উইদাউট নলেজ, আইনজীবীরাও তেমন।’

সমৃদ্ধ রায় পেতে হলে আইনজীবীদের আইনি দক্ষতার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘বার (আইনজীবী সমিতি) যদি সমৃদ্ধ হয়, তাহলে বেঞ্চ (আদালত) সমৃদ্ধ হয়। বার দুর্বল হলে বেঞ্চও দুর্বল হয়। কারণ জজ সাহেবকে দক্ষ করবে কে? দ্য লইয়ার্স। ইউ নট ফিট জাসেস, ইউ ক্যান’ট এক্সপেক্ট গুড জাজমেন্ট অ্যান্ড রিচ জাজমেন্ট।’

রোববার বিকালে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সপ্তাহব্যাপী বইমেলা উদ্বোধনের পূর্বে শহীদ শফিউর রহমান মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী। সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনের পরিচালনায় অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

মামলার শুনানিতে আইনজীবীদের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন,‘আজকে যখন আমরা মামলা শুনি, অনেক ল’ইয়ারই যখন কোর্টে আরগুমেন্ট করতে যান বই ছাড়া। যখন জিজ্ঞাসা করি বই কোথায়? তখন এদিকে তাকায় ওদিকে তাকায়। খুবই দুর্ভাগ্যজনক।’

তিনি বলেন, ‘সত্যিকার অর্থে নলেজ ইজ পাওয়ার। বিচারকদের কাছ থেকে (মক্কেলের পক্ষে রায়) আদায় করতে হলে, সাবমিশনের মাধ্যমই আদায় করতে হবে। এখন আপনি যদি খালি পুরানা পল্টনের মত বক্তৃতা দিলে হবে না। বক্তৃতার মধ্যে সারমর্ম থাকতে হবে। আইনের কথা থাকতে হবে। আইনের ব্যাখ্যা থাকতে হবে।’

বই কেনা ও পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে আব্দুল ওয়াহহাব মিঞা বলেন, ‘শুধু বইমেলা করলে হবে না। বই কিনতে হবে। বিচারপতি ইমান আলী ফ্রি বই দিয়েছেন। শুধু ওগুলো নেবেন না। পাশাপাশি পয়সা দিয়েও কিনবেন। টাকা দিয়ে কিনলে দরদ বেশি হবে, পড়তেও ইচ্ছে করবে।অনেকে মক্কেলকে দেখানোর জন্য বইপুস্তক রাখেন। বই কিনবেন, তবে শুধু মক্কেলকে দেখানোর জন্য নয়। বই পড়বেন। যদি ভাল উকিল হতে চান, বই পড়বেন।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, আমি যখন উকিল ছিলাম। তখন কোনো মামলার ফিস পেলেই বই কিনতাম। যদি দশ হাজার টাকা পেতাম তাহলে দুই হাজার টাকার বই কিনতাম। এভাবে বই কেনা শুরু করলে দেখবেন লাইব্রেরি রিচ হয়ে গেছে।’