ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের মাটিতে বাংলাদেশ ভয়ঙ্কর দল: ম্যাথুজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে শনিবার পা রেখেছে চন্দিকা হাথুরুসিংহের লঙ্কান শিষ্যরা। গত বছর দেশের মাটিতেই বাংলাদেশের কাছে তিন ফরম্যাটেই হারতে হয়েছিল লঙ্কানদের। এবার বাংলাদেশের মাটিতে আরও বিপজ্জনক টিম টাইগারের মুখোমুখি হতে হবে অ্যাঞ্জেলো ম্যাথুজদের। বিমানে ওঠার আগে স্থানীয় সংবাদমাধ্যমকে এই শঙ্কার কথাই বলেছেন দেশটির নবনির্বাচিত অধিনায়ক ম্যথুজ। ম্যাথুজদের সঙ্গে আছেন বাংলাদেশ থেকে সদস্যই বিদায় নেয়া কোচ হাতুরুসিংহে।

ম্যথুজ বলেন, ‘বাংলাদেশের কন্ডিশনে তাদের বিপক্ষে খেলা ভীষণ চ্যালেঞ্জের। গত কয়েকটি সিরিজের মধ্যে তারা ঘরের মাঠে মাত্র একটিতে হেরেছে। অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দলের বিপক্ষে জিতেছে তারা। যে কারণে নিজেদের মাঠে ওরা ভয়ঙ্কর প্রতিপক্ষ।’

১৫ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। ১৭ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষেই নিজেদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ম্যাথুজ নিজেকে নিয়ে বলেন, ‘প্রথম কয়েকটি ম্যাচে আমি বল করব না। কোনো কোনো সময়ে করতেও পারি। ফিটনেস ভালোই যাচ্ছে। কিন্তু শরীরের প্রতি আরেকটু যত্নবান হতে চাই।’

ত্রিদেশীয় সিরিজে তিনটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ২৭ জানুয়ারি ফাইনালের পর জিম্বাবুয়ে দল চলে যাবে। এরপর ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ২ ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট হবে ৮ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৫ এবং ১৮ ফেব্রুয়ারি ঢাকা ও সিলেটে দুটি টি- টোয়েন্টি ম্যাচ খেলবে দুদল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

দেশের মাটিতে বাংলাদেশ ভয়ঙ্কর দল: ম্যাথুজ

আপডেট সময় ০৭:২৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে শনিবার পা রেখেছে চন্দিকা হাথুরুসিংহের লঙ্কান শিষ্যরা। গত বছর দেশের মাটিতেই বাংলাদেশের কাছে তিন ফরম্যাটেই হারতে হয়েছিল লঙ্কানদের। এবার বাংলাদেশের মাটিতে আরও বিপজ্জনক টিম টাইগারের মুখোমুখি হতে হবে অ্যাঞ্জেলো ম্যাথুজদের। বিমানে ওঠার আগে স্থানীয় সংবাদমাধ্যমকে এই শঙ্কার কথাই বলেছেন দেশটির নবনির্বাচিত অধিনায়ক ম্যথুজ। ম্যাথুজদের সঙ্গে আছেন বাংলাদেশ থেকে সদস্যই বিদায় নেয়া কোচ হাতুরুসিংহে।

ম্যথুজ বলেন, ‘বাংলাদেশের কন্ডিশনে তাদের বিপক্ষে খেলা ভীষণ চ্যালেঞ্জের। গত কয়েকটি সিরিজের মধ্যে তারা ঘরের মাঠে মাত্র একটিতে হেরেছে। অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দলের বিপক্ষে জিতেছে তারা। যে কারণে নিজেদের মাঠে ওরা ভয়ঙ্কর প্রতিপক্ষ।’

১৫ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। ১৭ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষেই নিজেদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ম্যাথুজ নিজেকে নিয়ে বলেন, ‘প্রথম কয়েকটি ম্যাচে আমি বল করব না। কোনো কোনো সময়ে করতেও পারি। ফিটনেস ভালোই যাচ্ছে। কিন্তু শরীরের প্রতি আরেকটু যত্নবান হতে চাই।’

ত্রিদেশীয় সিরিজে তিনটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ২৭ জানুয়ারি ফাইনালের পর জিম্বাবুয়ে দল চলে যাবে। এরপর ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ২ ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট হবে ৮ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৫ এবং ১৮ ফেব্রুয়ারি ঢাকা ও সিলেটে দুটি টি- টোয়েন্টি ম্যাচ খেলবে দুদল।