অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বক্তব্যের মাঝে মানহানির অভিযোগে বিরোধী দলের নেতার নামে মানহানির মামলা করছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তুরস্কের বর্তমান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা কামাল কিলিদারগলুর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। খবর আনাদলু এজেন্সির।
মামলায় বলা হয়, গত ৫ জানুয়ারি দেশটির রাজধানী ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় কামাল কিলিদারগলুর প্রেসিডেন্ট এরদোগানের সম্পর্কে কটূক্তি ও মানহানিমূলক কথা বলেন।
এরদোগানের আইনজীবী হুসেইন আইদিন ১ লাখ ৫০ হাজার তুর্কি লিরা জমা দিয়ে আদালতে এ মামলা করেছেন। মামলায় আসামির বক্তব্যের মাধ্যমে বাদীকে মানসিক যন্ত্রণা দেয়া এবং কটূক্তি করার অভিযোগ আনা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























