অাকাশ জাতীয় ডেস্ক:
বরিশালের গৌরনদীতে গলায় ফাঁস দিয়ে নূরনাহার (১৬) নামে এক দাখিল পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। সে উপজেলার মাগুরা মাদারীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার ছাত্রী ছিল।
নুরনাহার মাগুরা মহুর্জারপাড় গ্রামের হাজী মজিবুর রহমান হাওলাদারের মেয়ে। রাতে খবর পেয়ে পুলিশ ওই ছাত্রীর লাশ উদ্ধার করে। শুক্রবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ পাঠিয়েছে।
এ ব্যাপারে বাবা মজিবুর বাদী হয়ে গৌরনদী থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার এসআই মো. শামচুউদ্দিন।
আকাশ নিউজ ডেস্ক 























