অাকাশ জাতীয় ডেস্ক:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদ ভবন থেকে ইয়াসিন সিকদার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ইয়াসিন বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের পানবাড়িয়া এলাকার সিদ্দিক সরদারের ছেলে।
স্থানীয়রা জানায়, ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লড়াইপুর গুচ্ছগ্রামের সুলতান ফরাজীর মেয়ে নারগিসের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ইয়াসিনের। বুধবার রাতে তাদের আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয়রা। পরে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়নকে খবর দিলে হুমায়ন ইউপি সদস্য খালেদ হাওলাদার, আমির হোসেন ও হাফেজ খানকে নিয়ে ঘটনাস্থলে যান। এসময় নারগিসকে বাবার বাড়ি পৌঁছে দিলেও ইয়াসিনকে ইউনিয়ন পরিষদ ভবনে শিকল দিয়ে বেঁধে রাখেন ইউপি সদস্যরা।
বৃহস্পতিবার সকালে গলায় ফাঁস দেয়া অবস্থায় ইয়াসিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ মোল্লা জানান, চৌকিদার রাতে ইউনিয়ন পরিষদের তালা মেরে চলে যায়। এ ঘটনা আত্মহত্যা বলেই মনে হচ্ছে।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জানান, ইয়াসিনের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গলায় ফাঁস দেয়া অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে ৯নং ওয়ার্ড এর ইউপি সদস্য হুমায়নের মোবাইটি বন্ধ রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























