অাকাশ জাতীয় ডেস্ক:
লাইসেন্স নবায়ন বাবদ ঘুষ নেয়া দুই লাখ টাকাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক নাজমুল কবিরকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে যশোরে এ অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন- যশোর কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
দুদক ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার গণমাধ্যম কর্মীদের জানান, যশোর শহরের বাসিন্দা মহব্বত আলী টুটুল নামে এক ব্যক্তি সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন নিয়ে নাভারনে বাংলা মদের ব্যবসা করেন। কিন্তু তার লাইসেন্স নবায়ন হচ্ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশেরের উপ-পরিচালক মো. নাজমুল কবির ওই ব্যবসায়ীর লাইসেন্স প্রায় তিন মাস আগে নিজের হেফাজতে নেন। তিনি লাইসেন্স নবায়ন বাবদ তিন লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে দুই লাখে রফা হয়। দুপুরে টুটুল ঘুষের দুই লাখ টাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর অফিসে এসে উপ-পরিচালক মো. নাজমুল কবিরের কাছে হস্তান্তর করেন। নাজমুল কবির ওই টাকা রাখেন নিজ ড্রয়ারে।
বিকাল সাড়ে ৩টার দিকে নাসিম আনোয়ারের নেতৃত্বে দুদকের একদল কর্মী হানা দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর অফিসে। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে ঘুষের দুই লাখ টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় উপ-পরিচালক নাজমুলকে।
নাসিম আনোয়ার আরও বলেন, গোপন খবরে অভিযানটি চালানো হয়। অফিসে ঢুকে প্রথমেই উপ-পরিচালকের ড্রয়ারের চাবি নেয়া হয়। ড্রয়ার খুলে দুই বান্ডিলে দুই লাখসহ আরো কয়েক বান্ডিল টাকা পাওয়া যায়। সোর্সের দেয়া নম্বর মিলিয়ে নিশ্চিত হওয়া যায় যে, দুই বান্ডিলের দুই লাখ টাকা মদ ব্যবসায়ী মহব্বত আলী টুটুলের দেয়া ঘুষ।
আকাশ নিউজ ডেস্ক 




















