অাকাশ জাতীয় ডেস্ক:
বরিশাল জেলা ছাত্রলীগের এক সহ সভাপতির নাম ভাঙিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করায় শাহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে বরিশাল লঞ্চ ঘাট এলাকা থেকে চাঁদা নেওয়ার সময় হাতে নাতে তাকে আটক করে পুলিশ। শাহিন বাকেরগঞ্জের কলসকাঠি এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. সাজ্জাদ সেরনিয়াবাত জানান, আটক শাহিন আমার নাম ব্যবহার করে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ড. আমিনুল মাতুব্বরকে কল করে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে আমিনুল মাতুব্বরকে একাধিকবার কল করার প্রেক্ষিতে তিনি ৫০ হাজার টাকা দিতে রাজি হন। তবে এই বিষয়টি তার সন্দেহ হলে তিনি আমার নম্বরে কল করে বিষয়টি জানতে চান। এই বিষয়ে আমি কিছু না জানায় মঙ্গলবার বরিশাল কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করি (যার নং-৬৮)।
তিনি জানান, শাহিন চাঁদা নেওয়ার জন্য বরিশাল লঞ্চঘাট এলাকায় আসলে আমি এবং আমার অনুসারীদের সহযোগিতায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। সাজ্জাদ সেরনিয়াবাত আরো জানান, এর আগেও তার নাম করে বিভিন্ন স্থানে চাঁদা দাবি করার ঘটনা ঘটেছে। তবে এসব বিষয় তিনি আদৌ জানতেন না।
বরিশাল কোতয়ারি মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার সত্যরঞ্জন খাসকেল জানান, ছাত্রলীগ নেতার নাম ব্যবহার করে চাঁদা দাবি করার ঘটনায় একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে তার এখনো সিদ্ধান্ত হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























