অাকাশ জাতীয় ডেস্ক:
দক্ষিণাঞ্চলের জেএমবি’র প্রধান সুরা সদস্য ও ভারতের মোস্ট ওয়ান্টেড আসামি আবু সাঈদ ওরফে কারীম ওরফে তালহা ওরফে শ্যামলকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ২০১৫ সালের ১৭ আগস্ট বাংলাদেশে সিরিজ বোমা হামলার দায়ে আদালত তার মৃত্যুদণ্ড ঘোষণা করেন। অন্যদিকে, মোস্ট ওয়ান্টেড আসামি হিসেবে তার বিরুদ্ধে কলকাতার এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে।
গতকাল শুক্রবার রাত ১টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ম্যাগাজিন, গুলি, বার্মিজ চাকু ও নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। আজ শনিবার বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী সাংবাদিকদের সামনে এ কথা জানান।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে জেএমবি নেতা আবু সাঈদকে বগুড়ার জ্যেষ্ঠ সহকারী বিচারিক হাকিম আবু রায়হানের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আবু সাঈদের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরচাঁদপুর গ্রামে। তার হাত ধরেই নব্য জেএমবি নেতা সোহেল মাহফুজসহ আরও অনেক গুরুত্বপূর্ণ নেতা জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে পুলিশ দাবি করেছে।
আকাশ নিউজ ডেস্ক 




















