অাকাশ জাতীয় ডেস্ক:
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজী ফেব্রিকস ও গাজী করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গাজী মাহমুদ কামালকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রাত (বুধবার দিবাগত) একটার দিকে দুদকের ঢাকা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াদুদের নেতৃত্বে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে গাজী মাহমুদকে গ্রেপ্তার করে দুদকে নিয়ে যায়।
আজ বৃহস্পতিবার বেলা ১টা ২০ মিনিটে পুলিশের মাধ্যমে তাকে দুদক কার্যালয় থেকে আদালতে পাঠানো হয় বলে জানায় দুদক সূত্র। এর আগে অবৈধভাবে ১৭ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে গাজী মাহমুদ কামালের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় একটি মামলা করেন দুদকের কর্মকর্তা আব্দুল ওয়াদুদ।
দুদকের সূত্র জানায়, ‘গাজী মাহমুদ কামালের বিরুদ্ধে প্রায় ১৭ কোটি ৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বুধবার রাজধানীর রমনা থানায় দুদকের দায়ের করা এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’ অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হয় বলে জানায় দুদক সূত্র।
আকাশ নিউজ ডেস্ক 





















