অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পাকিস্তানের লাহোরে আত্মঘাতি হামলায় ৯ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২৬ জন সাধারণ মানুষ নিহত হয়েছে। সোমবার বিকালে লাহোরের ফিরোজপুরের আরফা করিম আইটি টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও অনন্ত ৫৮ জন।
পাঞ্জাব সরকারের মুখপাত্র মালিক মোহাম্মদ আহমেদ জানান,হামলাকারীরা মোটরসাইকেল চালিয়ে স্থানীয় পুলিশ চেকপোস্টে এসে বোমা বিষ্ফোরণ ঘটায়। এলাকাটি খুবই ব্যস্ততম বলে তিনি জানান। দেশটির উগ্রপন্থী সংগঠন তেহরিক-ই-তালিবান ঘটনার দায় স্বীকার করেছে।
একজন পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় ৯ জন পুলিশ সদস্য নিহত এবং অপর ৬ পুলিশ আহত হয়েছে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। ডিআইজি (অপারেশন) ড. হায়দার আশরাফ জানান, এটি একটি আত্মঘাতি হামলা। হামলার মূল টার্গেট ছিলো পুলিশ। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ শোক জানিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















