ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

রিয়াল-বার্সা ম্যাচ দেখবেন না নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক:

এক সময় ছিলেন বার্সা অন্যতম সদস্য। তবে চলতি মৌসুমে রেকর্ড পারিশ্রমিকে কাতালান দলটি ছেড়ে যোগ দিয়েছেন পিএসজিতে। এদিকে আজ মৌসুমে প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এ ম্যাচ দেখতে সব কাজ ফেলে টিভি সেটের সামনে হাজির হবে কোটি কোটি মানুষ। তবে এ ম্যাচটি দেখবেন না চলতি মৌসুমে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া নেইমার।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে নেইমার বলেন, ‘এই মুহূর্তে আমি পিএসজি নিয়ে ভাবতে চাই। এল ক্লাসিকো আমার দেখা হবে না।’

বার্সায় থাকাকালে নেইমার ছিলেন রিয়াল মাদ্রিদের জন্য বড়সড় আতঙ্ক। লস ব্লাঙ্কোস দলনেতা সার্জিও রামোস এ কথাটা স্বীকারও করেছেন। যাহোক, নেইমার সময় একদমই নেই। তিনি আছেন ছুটিতে। প্রতিবছরের মতো এবারও শীতকালীন সফরে কাতারে পিএসজির দলবল। সেখানে আছেন নেইমারও।

পিএসজিতে সুখেই দিন কাটছে নেইমারের। এমটাই দাবী এ ব্রাজিল ফরোয়ার্ডের। তারপরও গুঞ্জন, আগামী মৌসুমের দলবদলেই ফরাসি ক্লাবটি ছেড়ে রিয়ালে নাম লেখাবেন তিনি। তবে এ ব্যাপারটি নিয়ে এখনই ভাবতে চান না তিনি। আপাতত তার মনযোগ শুধুমাত্র পিএসজিকে ঘিরেই।

উল্লেখ্য, মৌসুমের প্রথম এল ক্লাসিকো ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। সরাসরি সম্প্রচার করবে সনি টেন-ওয়ান ও সনি টেন-টু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়াল-বার্সা ম্যাচ দেখবেন না নেইমার

আপডেট সময় ০৬:৪৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

এক সময় ছিলেন বার্সা অন্যতম সদস্য। তবে চলতি মৌসুমে রেকর্ড পারিশ্রমিকে কাতালান দলটি ছেড়ে যোগ দিয়েছেন পিএসজিতে। এদিকে আজ মৌসুমে প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এ ম্যাচ দেখতে সব কাজ ফেলে টিভি সেটের সামনে হাজির হবে কোটি কোটি মানুষ। তবে এ ম্যাচটি দেখবেন না চলতি মৌসুমে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া নেইমার।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে নেইমার বলেন, ‘এই মুহূর্তে আমি পিএসজি নিয়ে ভাবতে চাই। এল ক্লাসিকো আমার দেখা হবে না।’

বার্সায় থাকাকালে নেইমার ছিলেন রিয়াল মাদ্রিদের জন্য বড়সড় আতঙ্ক। লস ব্লাঙ্কোস দলনেতা সার্জিও রামোস এ কথাটা স্বীকারও করেছেন। যাহোক, নেইমার সময় একদমই নেই। তিনি আছেন ছুটিতে। প্রতিবছরের মতো এবারও শীতকালীন সফরে কাতারে পিএসজির দলবল। সেখানে আছেন নেইমারও।

পিএসজিতে সুখেই দিন কাটছে নেইমারের। এমটাই দাবী এ ব্রাজিল ফরোয়ার্ডের। তারপরও গুঞ্জন, আগামী মৌসুমের দলবদলেই ফরাসি ক্লাবটি ছেড়ে রিয়ালে নাম লেখাবেন তিনি। তবে এ ব্যাপারটি নিয়ে এখনই ভাবতে চান না তিনি। আপাতত তার মনযোগ শুধুমাত্র পিএসজিকে ঘিরেই।

উল্লেখ্য, মৌসুমের প্রথম এল ক্লাসিকো ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। সরাসরি সম্প্রচার করবে সনি টেন-ওয়ান ও সনি টেন-টু।