অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
গত শুক্রবার জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে পশ্চিমতীরে বিক্ষোভ করছিলেন ফিলিস্তিনিরা। এ সময় ১৬ বছরের ফিলিস্তিনি কিশোরী আহেদ তামিমি ও তার পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছিল। বিক্ষোভের সময় তামিমির পরিবারের এক সদস্যকে মাথায় গুলি করেন ইসরাইলি সেনারা। এতে ক্ষোভে ফেটে পড়ে কিশোরী তামিমি।
এ ঘটনার একপর্যায়ে সে একজন দখলদার ইসরাইলি সেনাকে চড় দেয়। এ দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমে ভিডিও করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়ে যায়।
পরে ইসরাইলি আইনশৃঙ্খলা বাহিনী তামিমি ও তার ২১ বছরের চাচাতো বোনকে অপহরণ করে নিয়ে যায়। তাদের খবর নিতে গেলে তামিমির মাকেও আটক করে ইসরাইলি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার তামিমিকে ইসরাইলি আদালতে হাজির করা হলে আটকের মেয়াদ ১০ দিন বৃদ্ধি করে। ফিলিস্তিনির পশ্চিমতীরের কাছে ইসরাইলের এক সেনাঘাঁটিতে ওই আদালতের অবস্থান।
https://www.youtube.com/watch?v=ZSTeSyC8Rl0
আকাশ নিউজ ডেস্ক 
























