অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের জেরুজালেম ঘোষণা প্রত্যাহারের প্রস্তাবে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি হতে যাচ্ছে। প্রস্তাবে যেসব দেশ সম্মতি দেবে, তাদের প্রত্যেকের নাম টুকে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে উপস্থাপন করার হুমকি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি।
আরবদেশগুলো এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পক্ষ থেকে তুরস্ক ও ইয়েমেন গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করে এবং ট্রাম্পের জেরুজালেম ঘোষণা বাতিলের প্রস্তাব উত্থাপন করে।
বৃহস্পতিবার এ নিয়ে ভোটাভুটি হবে। এর আগে গত সোমবার ১৫ সদস্যবিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একই বিষয়ে অনুষ্ঠিত ভোটে বাকি ১৪ সদস্যের সম্মতি মিললেও সবার বিপরীতে একা ভেটো দেয় যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যদের ভেটো দেওয়ার ক্ষমতা থাকলেও ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদে এ ধরনের কোনো সুযোগ নেই।
তুরস্ক ও ইয়েমেনের প্রস্তাব উত্থাপনের দিনই জাতিসংঘে নিযুক্ত বেশ কয়েকটি দেশের দূতকে চিঠি দিয়ে সতর্ক করে দেন সংস্থায় নিযুক্ত মার্কিন দূত হ্যালি। চিঠিতে তিনি লিখেছেন, প্রেসিডেন্ট (ট্রাম্প) এ ভোটের ওপর সতর্ক দৃষ্টি রাখবেন এবং তিনি অনুরোধ করেছেন, যেসব দেশ আমাদের বিরুদ্ধে ভোট দেবে, তাদের নামগুলো যেন আমি জানাই। এ ইস্যুতে প্রত্যেকটি ভোট আমরা খেয়াল রাখব।
কেবল জাতিসংঘ দূতদের চিঠি দিয়ে নয়, টুইটারে প্রকাশ্যে সতর্ক করে দিয়ে হ্যালি লিখেছেন, বৃহস্পতিবার আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনা হবে। যুক্তরাষ্ট্র নামগুলো টুকে নেবে।
জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি দূত রিয়াদ মানসুর আজকের ভোটে জেরুজালেম ইস্যুতে ফিলিস্তিনের প্রতি বিপুল সমর্থন পাওয়ার প্রত্যাশা করছেন। সাংবাদিকদের তিনি বলেন, ভেটোর আতঙ্কমুক্ত হয়ে সাধারণ পরিষদ ঘোষণা করবে, আন্তর্জাতিক সম্প্রদায় (জেরুজালেমে প্রসঙ্গে) যুক্তরাষ্ট্রের একতরফা অবস্থানের প্রতি সম্মতি জানাতে অস্বীকার করছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রদান ও ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেবেন বলে ঘোষণা দেন। এক সপ্তাহের মাথায় আরবদেশগুলোর মুখপাত্র ওআইসি পাল্টা ঘোষণায় পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় এবং বাকি বিশ্বকে এতে সম্মতি দেওয়ার আহ্বান জানায়।
আকাশ নিউজ ডেস্ক 























