অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২০১৭-১৮ অর্থবছরের জন্য তিন হাজার ৩শ’ ৩৭ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ সম্মেলন কক্ষে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সোমবার এ বাজেট ঘোষণা করেন।
২০১৬-১৭ অর্থবছরে ডিএসসিসির বাজেট ছিল তিন হাজার ১৮৩ কোটি ৬৫ লাখ টাকা।
মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানান, বাজেটে উন্নয়ন ব্যয় শতকরা ৭৭ ভাগ।
তিনি আরও জানান, নিজস্ব উৎস থেকে আয় ধরা হয়েছে এক হাজার ৬৪ কোটি ৭৮ লাখ টাকা।
আকাশ নিউজ ডেস্ক 



















