অাকাশ জাতীয় ডেস্ক:
ঝালকাঠিতে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর ছবি পোস্ট করায় মো. মাইনুল ইসলাম (২২) নামে এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের মধ্য গুয়াটন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাইনুল ইসলাম ঢাকা কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ও গুয়াটন এলাকার মৃত মোতালেব আকনের ছেলে। তিনি ঢাকা কলেজের সক্রিয় শিবির কর্মী।
তথ্যপ্রযুক্তি আইনে মামলা নিতে পুলিশ হেড কোয়াটার্সের অনুমতি প্রয়োজন হওয়ায় পুলিশ মাইনুলকে ৫৪ ধারায় সন্ধিগ্ধ আসামি হিসেবে আদালতে পাঠিয়েছে। তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা গ্রহণের আনুমতি চেয়ে ইতিমধ্যেই পুলিশ হেড কোয়াটার্সের আবেদন করেছে পুলিশ।
গ্রেপ্তার মাইনুল আদালতে বসে সাংবাদিকদের কাছে নিজেকে শিবির কর্মী বলে স্বীকার করেছেন। ঝালকাঠি সদর থানার এসআই ফারুক হোসেন জানান, মাইনুল প্রধানমন্ত্রীকে নিয়ে নিজ আইডিতে কটূক্তি করেছেন বলে স্বীকার করেছেন। অভিযোগের বিষেয়ে স্কিনশর্ট আদালতে পাঠানো হয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি তাজুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে মাইনুল ইসলামকে আটক করা হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা গ্রহণের অনুমতি চেয়ে ইতিমধ্যেই পুলিশ হেড কোয়াটার্সেও আবেদন করা হয়েছে। ঝালকাঠি পুলিশ সুপার জোবায়েদুর রহমান জানান, হেড কোয়াটার্সের অনুমতি পেলে তার বিরুদ্ধে মামলা নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























