অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের বিভিন্ন প্রান্তের সরকারি স্কুলগুলিকে কেন্দ্র করে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে। খবরের উঠে আসে শিক্ষকের অসামাজিক কর্মকাণ্ড। এক্ষেত্রেও ব্যতিক্রম নয়। স্কুল চলাকালীন শিক্ষকের বিরুদ্ধে পানির বদলে মদ খাওয়ানোর অভিযোগ উঠল ভারতের কর্ণাটক রাজ্যের কোরাটাগেরেতে।
তালুক সরকারির স্কুলে ছাত্রছাত্রীদের পানির পিপাসা পেলে পানির বোতলের সঙ্গে মদ মিশিয়ে দেন অভিযুক্ত শিক্ষকরা। ঘটনার সঙ্গে দুই শিক্ষকের সঙ্গে জড়িত রয়েছেন প্রধান শিক্ষকও। পুলিশ জানিয়েছে, প্রধান শিক্ষক ও আরও দুজন শিক্ষক পানির বোতলে মদ মিশিয়ে দিয়ে ছাত্রদের পান করতে বলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























